মস্তিষ্কে হানা করোনার, চিন্তা বাড়ছে চিকিৎসকদের

নীলোৎপল বিশ্বাস | Nov 23, 2020 02:27 pm
মস্তিষ্কে হানা করোনার

মস্তিষ্কে হানা করোনার - ছবি সংগৃহীত

 

হাতের কাছে রাখা পানির বোতলকে কেউ ভাবতে শুরু করছেন মোবাইল ফোন! যা যা কিনে বাড়ি এসেছিলেন, কিছু ক্ষণ পরে ফের বাজারে গিয়ে সেগুলোরই বরাত দিচ্ছেন কেউ। কেউ আবার গান শুনতে শুনতে হঠাৎ কেঁদে ফেলছেন, বাড়ির ঠিকানা বা দুপুরে কী খেয়েছেন মনেই করতে পারছেন না। কেউ আবার আসল খবর না জেনেই হাসপাতালে শুয়ে বাড়ির লোককে ফোন করে বলছেন,‘‘আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ডাক্তাবাবুরা বলেছেন! ’’শুধু ফুসফুস বা হৃদ্‌যন্ত্র নয়, গত কয়েক মাসে রোগীর মস্তিষ্কেও এমনই দাপট দেখাচ্ছে করোনাভাইরাস। চিকিৎসকেরা যাকে বলছেন কোভিড এনকেফ্যালোপ্যাথি। যার জেরে আক্রান্ত হওয়ার কয়েক দিনের মধ্যেই নিজের পরিচিতি বা পারিপার্শ্বিক প্রায় ভুলতে বসছেন রোগী। সর্বক্ষণ থাকছে ঝিমুনি ভাব। অনেক ক্ষেত্রে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর মস্তিষ্কেও প্রভাব ফেলছে এই কোভিড এনকেফ্যালোপ্যাথি। যা থেকে রক্ষা পাননি স্বয়ং পশ্চিমবঙ্গের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ও। শিল্পীর মৃত্যুর পরে তার মেডিক্যাল বোর্ডের সদস্য চিকিৎসকেরা জানিয়েছেন, কোভিড এনকেফ্যালোপ্যাথিই আরো জটিল করে তুলেছিল বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা।

এসএসকেএম হাসপাতালের শাখা, বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের চিকিৎসক বিমানকান্তি রায় জানাচ্ছেন, এনকেফ্যালন-এর অর্থ মস্তিষ্ক। আর প্যাথজ অর্থাৎ অসুখ। যার অর্থ, মস্তিষ্কের অসুখ এনকেফ্যালোপ্যাথি। তিনি বলেন, ‘‘বিভিন্ন কারণে এটা হতে পারে। ধরা যাক, টিউমারের জন্য কারও মস্তিষ্কের প্রেসার বেড়ে গেল, সেখানে চোট লাগল বা স্ট্রোক হলো। মস্তিষ্কের যেকোনো ধরনের গঠনগত বদলকেই এ ক্ষেত্রে ধরা যেতে পারে। ভাইরাল ইনফেকশন মস্তিষ্কে পৌঁছলেও এমন হতে পারে।’’

বিমানবাবু আরো বলেন, ‘‘কিছু রোগের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হয়। সদ্য তৈরি হওয়া সেই অ্যান্টিবডি বহু ক্ষেত্রে রোগীর কোষগুলোকে অপরিচিত ভাবতে শুরু করে। করোনার ক্ষেত্রেও শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। সেই অ্যান্টিবডি মস্তিষ্কের কোষকে অপরিচিত মনে করে আঘাত করতে শুরু করলেই হয় মুশকিল। এক হতে পারে, কোভিড সরাসরি মস্তিষ্কে আঘাত করছে। অথবা অ্যান্টিবডি মস্তিষ্কে আঘাত করে এনকেফ্যালোপ্যাথি তৈরি করছে।’’

বক্ষরোগ চিকিৎসক অনির্বাণ নিয়োগীও বলেন, ‘‘মাত্র চার দিনের জ্বরে ভোগা রোগীর ক্ষেত্রেও দেখছি, সদ্য হাসপাতালে ভর্তি হয়েই কোভিড এনকেফ্যালোপ্যাথির লক্ষণ। সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ কয়েক দিন হাসপাতালে কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু দিন দুয়েক পরেই দেখা গেল, তিনি অসংলগ্ন আচরণ করছেন। সিঁড়ি দিয়ে হেঁটে নামতে হবে, তা-ও বুঝতে পারছিলেন না। প্রাথমিক পর্যায়ে হলেও তার মধ্যেও একই লক্ষণ।’’ চিকিৎসক কুণাল সরকারের বক্তব্য, ‘‘কোভিডের মূল নজর ছিল ফুসফুসে। এখন দেখছি, সরাসরি মস্তিষ্কেও তা আঘাত করছে। সেরে ওঠা বহু লোক মানসিক নানা বিপর্যয়ের মধ্যে পড়ছেন।’’

তা হলে উপায়? বিমানকান্তিবাবু জোর দিচ্ছেন যথাযথ পরীক্ষার উপরে। তার বক্তব্য, ‘‘যে যে কারণে এনকেফ্যালোপ্যাথি হওয়া সম্ভব, সেগুলি সব পরীক্ষা করে তবেই কোনো লক্ষণকে কোভিড এনকেফ্যালোপ্যাথি বলা উচিত। যে হেতু এর কোনো বিধিবদ্ধ চিকিৎসা এখনো নেই, তাই কোভিড এনকেফ্যালোপ্যাথির নামে পুরোটা ছেড়ে দিলে রোগীর সার্বিক চিকিৎসা না-ও হতে পারে।’’

অনির্বাণবাবুও বলেন, ‘‘বয়স্কদের উপরে এর প্রভাব সব চেয়ে বেশি পড়ছে। সরাসরি কিছুই নেই, প্লাজমা ফেরেসিস বা রক্তরস বদল জাতীয় চিকিৎসাগুলোই এই ক্ষেত্রে সম্বল।’’

কলকাতা মেডিক্যাল কলেজে হাসপাতালের মেডিসিনের চিকিৎসক অরুণাংশু তালুকদারের পরামর্শ, ‘‘স্নায়ুর প্রতিও করোনাভাইরাস সমান আকৃষ্ট হচ্ছে। চিকিৎসা যা চলার তো চলবেই, এই পরিস্থিতে কেয়ারগিভারের গুরুত্ব অপরিসীম। তারা যেন পাশে থাকেন, সেটা নিশ্চিত করতেই হবে।’’

সূত্র : আনন্দবাজার পত্রিকা


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us