পাকিস্তান সম্পর্কে যা বললেন আফগান মন্ত্রী

অন্য এক দিগন্ত | Sep 27, 2021 07:23 am
জাবিহউল্লাহ মুজাহিদ

জাবিহউল্লাহ মুজাহিদ - ছবি : সংগৃহীত

 

আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপ-তথ্যমন্ত্রী জাবিহউল্লাহ মুজাহিদ আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানকে সমর্থন করার জন্য পাকিস্তানের প্রশংসা করেছেন।

পাকিস্তান টেলিভিশনকে (পিটিভি) দেয়া এক সাক্ষাতকারে মুজাহিদ বলেন, আফগানিস্তানের সাথে আরো ভালো সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।

তিনি বলেন, পাকিস্তান হলো আমাদের প্রতিবেশী দেশ। আফগানিস্তানের ব্যাপারে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে আফগানিস্তান।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক চায় আফগানিস্তান, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। আমরা চাই, প্রতিবেশী দেশগুলা আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানের সমর্থনে ভূমিকা পালন করুক।
তিনি বরেন, অনেক দেশ আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্রের সামনে তালেবানের পক্ষে কথা বলছে।
তিনি বলেন, আফগানিস্তানের প্রতি ইতিবাচক ভূমিকা পালন করছে কাতার, উজবেকিস্তান ও আরো কয়েকটি দেশ। ছয় দিন আগে চীন ও রাশিয়া জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে তাদের পক্ষে কথা বলেছে।

তিনি বলেন, আফগানিস্তানের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক গুরুত্বপূর্ণ বিষয়।

পাঞ্জশিরে যুদ্ধ শেষ হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, আমরা কারো সাথে যুদ্ধ করতে চাই না।

তিনি বলেন, আফগান জাতির অগ্রগতি লাভ ও সমৃদ্ধ হওয়ার সময় এসেছে।

মুজাহিদ বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার পর তালেবানের অগ্রাধিকার হবে অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা করা।

তিনি জানান, কোনো গ্রুপ আফগানিস্তানে বা সরকারের বিরুদ্ধে হামলা চালানোর ইচ্ছা প্রকাশ করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, পেশোয়ার ও পাকিস্তানের অন্যান্য শহরের সাথে আফগানিস্তান আরো সড়ক সংযোগ প্রতিষ্ঠা করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আফগান সীমান্তে পাকিস্তানি পতাকা অবমাননা একটি দুর্ভাগ্যজনক অধ্যায়।

মন্ত্রী বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত কেউ করতে চাইলে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আফগান নেতৃত্বকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হলে তা বিবেচনা করা হবে।

মুজাহিদ বলেন, ভারত-অধিকৃত কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করছে আফগান সরকার।

তিনি বলেন, আফগান সরকার সারা দুনিয়ায় নির্যাতিত মুসলমানদের প্রতি কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে যাবে।

সূত্র : ডন


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us