প্লে-অফে যেতে পারবে কলকাতা?

অন্য এক দিগন্ত | Sep 27, 2021 08:22 am
প্লে-অফে যেতে পারবে কলকাতা?

প্লে-অফে যেতে পারবে কলকাতা? - ছবি : সংগৃহীত

 

আইপিএল ২০২১-এর প্লে-অফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ও চেন্নাই পরপর জয় তুলে নিয়ে লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকার দ্বি-পক্ষীয় লড়াই চালাচ্ছে বলা যায়। আরসিবি তিন নম্বর জায়গা ধরে রেখে প্লে-অফের দিকে এক পা বাড়িয়ে রেখেছে। তবে বাকি চারটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে শেষ মুহূর্ত পর্যন্ত।

মু্ম্বই ইন্ডিয়ান্স আমিরাতে লেগে পরপর তিন ম্যাচে হেরে সাত নম্বরে নেমে গিয়েছে। তাদের নেট রান-রেটও মোটেও ভালো নয়। তুলনায় শাহরুখ খান ও সাকিব আল হাসানের কেকেআরের নেট রান-রেট অনেক ভালো। তাই ৮ পয়েন্টে দাঁড়িয়ে থাকা চার দলের মধ্যে কলকাতা এগিয়ে রয়েছে বলা মোটেও ভুল হবে না। রাজস্থান রয়্যালস অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

আপাতত দেখে নেয়া যাক আইপিএল ২০২১-এর আপডেটেড পয়েন্ট টেবিল

আইপিএল ২০২১-এর পয়েন্ট টেবিল

১. চেন্নাই সুপার কিংস : ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সিএসকে উঠে আসে লিগ টেবিলের শীর্ষে। তাদের নেট রান-রেট +১.০৬৯।

২. দিল্লি ক্যাপিটালস : ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দিল্লি নেমে যায় দু'নম্বরে তাদের নেট রান-রেট +০.৭১১।

৩. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বিরাট কোহলির আরসিবি রয়েছে যথারীতি তিন নম্বরেই। তাদের নেট রান-রেট -০.৩৫৯।

৪. কলকাতা নাইট রাইডার্স : ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে কেকেআর থেকে যায় চার নম্বরেই। তাদের নেট রান-রেট +০.৩২২।

৫. পাঞ্জাব কিংস : ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্জাব রয়েছে পাঁচ নম্বরে। তাদের নেট রান-রেট -০.২৭১।

৬. রাজস্থান রয়্যালস : ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রাজস্থান উঠে আসে ছয় নম্বরে। তাদের নেট রান-রেট -০.৩১৯।

৭. মুম্বই ইন্ডিয়ান্স: ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মুম্বই নেমে যায় সাত নম্বরে। তাদের নেট রান-রেট -০.৫৫১।


৮. সানরাইজার্স হায়দরাবাদ : ৯ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ রয়েছে আট নম্বরে। তাদের নেট রান-রেট -০.৬৩৭।

সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us