করোনার বিরুদ্ধে তালেবানের লড়াই

রুচি কুমার | Apr 07, 2020 07:48 am
করোনার বিরুদ্ধে তালেবানের লড়াই

করোনার বিরুদ্ধে তালেবানের লড়াই - সংগৃহীত

 

আফগানিস্তানের উত্তর জাওজজান প্রদেশের গ্রামবাসী ৫৫ বছর বয়স্ক খায়রুল্লাহকে শুক্রবার জুমার নামাজের পর (২৭ মার্চ) যখন একটি বৈঠকে যোগ দিতে বলা হলো, তখনো তিনি বুঝতে পারেননি তার জন্য সেখানে কী অপেক্ষা করছে।

অস্বাভাবিক ঠাণ্ডা বসন্তের বাতাসের মধ্যেও খায়রুল্লাহ ও তার প্রতিবেশীদেরকে স্বাগত জানান তালেবান যোদ্ধারা। এ সময় তারা তাদের একে-৪৭গুলো গুটিয়ে রেখেছিলেন, পরেছিলেন পূর্ণাঙ্গ মেডিক্যাল পিপিই (পারসোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট)। এটি ছিল করোনাভাইরাস প্রতিরোধের একটি কর্মশালা।
খায়রুল্লাহ তালেবান-নিয়ন্ত্রিত দারজাব জেলায় তার গ্রাম থেকে ফোনে আল জাজিরাকে বলেন, এক সপ্তাহ ধরে তালেবান এখানে এ ধরনের সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে। তারা লোকজনকে মাস্ক আর গ্লাবস ব্যবহার করতে বলছে, সাবান দিয়ে হাত ধুতে বলছে।

তিনি বলেন, তারা সব ধরনের জনসমাবেশ, বিয়ে অনুষ্ঠান বাতিল করেছে, লোকজনকে মসজিদের বদলে বাসায় নামাজ পড়তে বলছে।
আফগানিস্তানে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্রা ৪০০-এর কম। কিন্তু অনেক বছর ধরে যুদ্ধ, বাস্তুচ্যুতি ও গরিবি অবস্থায় থাকা দেশটিতে রোগটি ভয়াবহভাবে বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাগলান প্রদেশে তালেবানের নিয়োগপ্রাপ্ত জনস্বাস্থ্য পরিচালক হিসেবে নিজেকে দাবি করে কারি খালিদ হিরান আল জাজিরাকে বলেন, আমরা আমাদের স্বাস্থ্য কমিশনকে জনসতর্কতামূলক কার্যক্রম গ্রহণ করতে বলেছি। করোনাভাইরাস প্রতিরোধে কী করণীয়, সে সম্পর্কে লোকজনকে সতর্ক করছি আমরা।

সরকারের স্বাগত
তালেবানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশটির গণস্বাস্থ্য মন্ত্রণালয়।
গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াদিদুল্লাহ মায়ার বলেন, তালেবানের করোনাবিরোধী প্রচারণা আমরা সামাজিক মাধ্যমে দেখেছি। তাদের উদ্দেশ্য যাই থাকুক না কেন, যে লোকই করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করবে, আমরা তাদের সহযোগিতাকে স্বাগত জানাব।
খায়রুল্লাহ ও তালেবানের প্রচার করা ছবিতে দেখা যায়, তারা সাদা মেডিক্যাল পোশাক ও মাস্ক পরে আছেন, হাতে জীবাণুনাশক স্প্রে। পোস্টারে তাদেরকে করোনাভাইরাস এড়ানোর নির্দেশাবলী দিতে দেখা যাচ্ছে।
এসব ছবিতে তালেবানের পতাকা ও প্রতীকও শোভা পায়।
তালেবান যেসব নির্দেশ দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে তাদেরকে নিয়মিত নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে এবং চিকিৎসা উপদেশ পালন করতে হবে।
হিজরান বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা ভিটামিন সি সমৃদ্ধ খাবারের একটি তালিকা দিচ্ছি সবাইকে।

স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ সড়ক
তালেবান করোনা প্রতিরোধে স্বাস্থ্যকর্মী ও আন্তর্জাতিক সংগঠনগুলোর জন্য নিরাপদ পথ সৃষ্টির প্রস্তাবও দিয়েছে।
হিজরান বলেন, আমরা করোনা মোকাবিলায় সহায়তা করতে চাই। আমরা গ্রামবাসীদের কাছে তাদের সহায়তা পৌঁছে দিতে চাই।
অথচ গত বছরও তালেবান বিশ্বস্বাস্থ্য সংস্থা ও রেড ক্রসের ভূমিকা নিয়ে প্রশ্ন করে অনেক এলাকায় তাদের যাতায়াত নিষিদ্ধ করেছিল।
অনেক আফগান আশা করছে, সব সঙ্ঘাত জোনে যুদ্ধবিরতির জন্য যে আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ, তালেবান তা গ্রহণ করবে।
আর তালেবান ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, কোনো এলাকায় কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে, তবে তারা ওই এলাকায় যুদ্ধবিরতি আরোপ করবে।

অবশ্য জনস্বাস্থ্য নিয়ে প্রচারণা চালালেও এখনো সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে তালেবান।
আফগানিস্তানের ১৮ বছর ধরে চলা যুদ্ধ অবসানে তালেবানের সাথে সম্প্রতি যুক্তরাষ্ট্র চুক্তি করলেও হামলা বন্ধে তা খুব কমই ভূমিকা রাখছে।
খায়রুল্লাহ বলেন, করোনাভাইরাসের ফলে যুদ্ধ তেমন কমেনি। এখনো অনেক এলাকায় যুদ্ধ চলছে।
টেস্টিং কিট সহজলভ্য
হিজরান বলেন, তালেবানের কাছে কোভিড-১৯ পরীক্ষার কিট আছে। তিনি বলেন, আমরা বাগলান প্রদেশে ৯৫০টি কিট প্রদান করেছি। সীমিত হলেও প্রয়োজনীয় পরীক্ষা করার জন্য এগুলো অত্যাবশ্যক।
তিনি বলেন, ভাইরাসটি তালেবান, বেসামরিক নাগরিক বা সরকার- আমাদের সবার জন্য হুমকি।

আল জাজিরা


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us