নাকের স্প্রেতেই কুপোকাত হবে করোনা!

অন্য এক দিগন্ত ডেস্ক | Jul 11, 2020 03:16 pm
নাকের স্প্রে

নাকের স্প্রে - ছবি : সংগৃহীত

 

করোনাভাইসের সংক্রমণকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, তা নিয়ে দিনরাত এক করে গবেষণা চালিয়ে যাচ্ছেন সারা বিশ্বের বিজ্ঞানীরা। এরই মাঝে এক নতুন দিশার সন্ধান দিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক অধ্যাপক। ডেভিড এডওয়ার্ডস নামে ওই অধ্যাপকের দাবি, সেপ্টেম্বরের মধ্যে তিনি ও তার সহযোগীরা এমন একটি ‘নেজাল স্প্রে’ বাজারে আনতে চলেছেন যা নাকে স্প্রে করলেই জব্দ হবে এই মারণ ভাইরাস। তিনি জানান, কোনো রকম রাসায়নিকের ব্যবহারে নয়, সমুদ্রের পানিতে পাওয়া যায় এমন প্রাকৃতিক লবণাক্ত উপাদান দিয়েই তৈরি হয়েছে এই ‘ফর্মুলা’। যা প্রায় ১০০ শতাংশের কাছাকাছি সংক্রমণ রোধে সক্ষম বলেই দাবি তার।

সার্স-কোভ-২ ভাইরাসের ডিএনএ-এর উপর গবেষণা চালিয়ে এই স্প্রে তৈরির দিকে পা বাড়িয়েছে তার স্টার্টআপ সংস্থা ‘সেন্সরি ক্লাউড’। এমনটাই জানিয়েছেন এডওয়ার্ডস। ‘ফেন্ড’ নামে এই ওষুধটি নাকে স্প্রে করলে শ্বাসনালীর মাধ্যমে তা সরাসরি ফুসফুসে প্রবেশ করে সংক্রমণের বিরুদ্ধে লড়াই চালাবে বলে জানিয়েছেন তিনি। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মতো যারা করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে রয়েছেন, পিপিই, মাস্কের সঙ্গে তাল মিলিয়ে এই বিশেষ ‘নেজাল স্প্রে’টির ব্যবহার তাদের জন্য বিশেষ কার্যকরী হতে চলেছে বলেই মত এডওয়ার্ডসের।

মোট ১০ জনের উপর স্প্রেটি পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন গবেষকেরা। এই দশ জনের মধ্যে পাঁচ জনের বয়স ৬৫ বছরের বেশি। বাকি পাঁচ জন দশের নীচে। নিঃশ্বাসের মাধ্যমে এই ‘মিস্ট’ জাতীয় স্প্রেটি ফুসফুসে প্রবেশ করার পরে ঠিক কী ভাবে কাজ করে, গত মঙ্গলবার একটি মেডিক্যাল জার্নালে সে নিয়ে একটি গবেষণা প্রকাশ করা হয়েছে সেন্সরি ক্লাউডের তরফে।

আগামী মাস দু’য়েকের মধ্যে ক্রেতারা তাদের অনলাইন সাইটের মাধ্যমে ওষুধটি কিনতে পারবেন বলে জানিয়েছে প্রস্তুতকারক সংস্থাটি। পাশাপাশি বিশ্ব জুড়ে সামনের সারিতে থাকা করোনা-যোদ্ধাদের কাছেও এই ওষুধ পৌঁছে দেয়ার চেষ্টা চালানো হবে বলে জানিয়েছে এডওয়ার্ডসের সংস্থা।

রক্তে অস্বাভাবিক মাত্রায় সুগার থাকলে করোনায় মৃত্যু ঝুঁকি দ্বিগুণেরও বেশি
রক্তে অস্বাভাবিক উচ্চমাত্রায় সুগার রয়েছে কোভিড -১৯ আক্রান্ত এমন রোগীদের মৃত্যু ঝুঁকি দ্বিগুণেরও বেশি। চীনের গবেষকরা শনিবার এ কথা জানায়।

বিজ্ঞানীরা প্রথমবারের মতো নিশ্চিত করতে পেরেছেন যে, হাইপারগ্লাইসোমিয়া আক্রান্ত রোগী যাদের ডায়াবেটিস ধরা পড়েনি তারা কোভিড -১৯-এ সর্বোচ্চ মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। ডায়াবেটোলজিয়া জার্নালে এই রিপোর্ট প্রকাশিত হয়।

উহানের দু’টি হাসপাতালে ৬০৫ জন কোভিড -১৯ রোগীর ওপর পরীক্ষা চালিয়ে এই তথ্য পাওয়া যায়।
রিপোর্টে বলা হয়, উচ্চ রক্তচাপে মুত্যুর ঝুঁকির সঙ্গে কোভিড -১৯ সংক্রমন আলাদাভাবে মৃত্যু ঝুঁকি আরো বাড়িয়ে দেয়।

ডায়াবেটিস রোগীদের ওপর পরিচালিত পূর্ববর্তী গবেষণার ওপর ভিত্তি করে এই গবেষণা চালানো হয়।
এই জার্নালে মে মাসে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, ফ্রান্সের হাসপাতালগুলোতে ডায়াবেটিস রয়েছে এমন কোভিড -১৯ আক্রান্ত ১০ জনের ১ জন মারা গেছে। এই হার তুলনামূলকভাবে অন্য রোগীদের চেয়ে অনেক বেশি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us