পেটের কোন ব্যথা অ্যাপেনডিসাইটিসের?

অন্য এক দিগন্ত ডেস্ক | Sep 22, 2020 08:25 am
পেটের কোন ব্যথা অ্যাপেনডিসাইটিসের?

পেটের কোন ব্যথা অ্যাপেনডিসাইটিসের? - ছবি : সংগৃহীত

 

আমাদের দেহে থাকা বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের সংযোগস্থলে বৃহদান্ত্রের সঙ্গে যুক্ত একটি ছোট থলির মতো অঙ্গটিকে অ্যাপেন্ডিক্স বলা হয়। অ্যাপেন্ডিক্স আমাদের শরীরের একটি অকেজো অঙ্গ। তবে বিশ্বের প্রায় ৫ শতাংশ মানুষের প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়ায় এই অঙ্গটি।

অ্যাপেন্ডিক্সের এই সমস্যাটি অ্যাপেনডিসাইটিস নামে পরিচিত। যথা সময়ে অস্ত্রোপচার না করালে বা সময় মতো সমস্যা ধরা না পড়লে অ্যাপেনডিসাইটিসের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই জন্য চিকিৎসা বিজ্ঞানে একে ‘সার্জিক্যাল এমার্জেন্সি’ হিসেবে ব্যাখ্যা করা হয়। তাই অ্যাপেনডিসাইটিসের সমস্যা কখনো অবহেলা করা উচিত নয়। এ বার জেনে নেয়া যাক অ্যাপেনডিসাইটিস কেন হয়।

অ্যাপেনডিসাইটিস কীভাবে এবং কেন হয়?

কোনো কারণে অ্যাপেন্ডিক্সে খাদ্যকণা বা ময়লা ঢুকে গেলে সেখানে রক্ত আর পুষ্টির অভাব দেখা দেয়। শুধু তাই নয় সেখানে নানা রকম জীবাণুর আক্রমণে সংক্রমণ ছড়িয়ে পড়ে। ফলে অ্যাপেনডিক্সে ব্যথা হতে শুরু করে।

অ্যাপেনডিসাইটিসের উপসর্গ ও লক্ষণসমূহ

১) পেটে ব্যথা হয়। সাধারণত, নাভির কাছ থেকে শুরু হয়ে পেটের ডান দিকের নিচের দিকে ব্যথা ছড়িয়ে পড়ে,

২) ক্ষুধামন্দা বা খিদে না পাওয়া,

৩) বমি বমি ভাব,

৪) বমি হওয়া,

৫) ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যাওয়া,

৬) জ্বর জ্বর ভাব। তবে এ ক্ষেত্রে শরীরের তাপমাত্রা খুব বেশি হয় না,

৭) অ্যাপেন্ডিক্স কোনো কারণে ফেটে গেলে সারা পেট জুড়ে মারাত্মক ব্যথা অনুভূত হয় এবং পেট ফুলে ওঠে।

উল্লেখিত লক্ষণগুলির কোনওটি নিজের মধ্যে লক্ষ্য করলে দ্রুত চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করুন। কারণ, অ্যাপেন্ডিক্স কোনো কারণে ফেটে গেলে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই অ্যাপেনডিসাইটিসের উপসর্গগুলো চিনে আগে থেকেই সতর্ক হওয়া জরুরি।

সূত্র : জি নিউজ

নিমের গুণাগুণ
ডা: জ্যোৎস্না মাহবুব খান

ইউনানী আয়ুর্র্বেদ মতে, নিমগাছ হলো ভেষজ উদ্ভিদ, যার প্রতিটি অংশ যেমন পাতা, ফল, বাকল, ডালপালা এবং বীজের ভেষজগুণ রয়েছে। নিমের গুণাগুণ সারা বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে বিধায় এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। নিমের বহুবিধ গুলাবলিকে গুরুত্ব দিয়ে জাতিসঙ্ঘ একে একশ’ শতকের বৃক্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

শুধু আয়ুর্বেদ ও ইউনানী বিদ্যায়ই নয়, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ডায়েট বিজ্ঞানসহ নানা পর্যায়ে নিমের সফল ব্যবহার হচ্ছে। নিমের পাতা, বাকল, বীজ এবং শিকড় অনেক রোগের প্রতিষেধক ও প্রতিরোধক। কৃমিনাশক হিসেবে নিমপাতার রস পরিচিত। নিমের জীবাণুুনাশকারী গুণাগুণ থাকায় বিভিন্ন চর্মরোগ- হাম, বসন্ত, খোশ-পাঁচড়ায় নিমপাতা সিদ্ধ পানিতে গোসল করলে আরওগ্য লাভ হয়। দাঁত মাজতে নিমের ডাল, নিম মিশ্রিত টুথপেস্ট ও টুথ পাউডার অত্যন্ত জনপ্রিয়। নিমের তেল ও খৈলের চাহিদা ব্যাপক।

নিমের তেল জৈব কীটনাশক হিসেবে উল্লেখযোগ্য। খাদ্যশস্য সংরক্ষণে বা গুদামজাতকরণে যেখানে রাসায়নিক কীটনাশক মারাত্মক ক্ষতিকর সেখানে নিমের ব্যবহার কার্যকরী, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত! নিমজাত দ্রব্য থেকে প্রস্তুত জৈব কীটনাশক মানুষ, গবাদিপশু এবং পরিবেশের কোনোরূপ দূষণ করে না।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us