বিশ্বের প্রশংসিত ১০ প্রযুক্তি প্রতিষ্ঠান

মামুন আল করিম | Feb 19, 2021 02:43 pm
বিশ্বের প্রশংসিত ১০ প্রযুক্তি প্রতিষ্ঠান

বিশ্বের প্রশংসিত ১০ প্রযুক্তি প্রতিষ্ঠান - ছবি : সংগৃহীত

 

সম্প্রতি বিশ্বের সবচেয়ে প্রশংসিত প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফরচুন। অ্যাপলসহ ফরচুনের তালিকায় প্রশংসিত প্রতিষ্ঠান হিসেবে জায়গা পেয়েছে একগুচ্ছ মার্কিন প্রযুক্তি কোম্পানি। ফরচুনের তালিকায় জায়গা পাওয়া শীর্ষ ১০টি প্রশংসিত প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ে লিখেছেন মামুন আল করিম

অ্যাপল
আইফোন নির্মাতা অ্যাপল টানা ১৪ বছর ধরে বিশ্বের সবচেয়ে প্রশংসিত প্রযুক্তি কোম্পানির তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে। এবারো ব্যতিক্রম ঘটেনি। কোভিড-১৯ মহামারীর মধ্যে অ্যাপলের ব্যবসায় উল্লম্ফন দেখা গেছে। গত বছর শেষে কোম্পানিটির রাজস্ব আয় ২৭ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছেছে। এ ছাড়া গত বছর শেষে অ্যাপলের পরিচালন ও নিট মুনাফা যথাক্রমে ছয় হাজার ৬০০ কোটি ও পাঁচ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছেছে।

অ্যামাজন
ফরচুন প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রশংসিত প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। কোভিড-১৯ মহামারীর মধ্যে অনলাইন কেনাকাটা বেড়ে যাওয়ায় জেফ বেজোস প্রতিষ্ঠিত অ্যামাজনের ব্যবসায় উল্লম্ফন দেখে গেছে। গত বছর শেষে মার্কিন প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ৩৮ হাজার ৬০০ কোটি ডলারে পৌঁছেছে। এ ছাড়া গত বছর প্রতিষ্ঠানটির পরিচালন ও নিট মুনাফা যথাক্রমে দুই হাজার ২০০ কোটি ও দুই হাজার ১০০ কোটি ডলারে পৌঁছেছে।

মাইক্রোসফট
বৈশ্বিক সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ফরচুন প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রশংসিত প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকায় তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। গত বছর শেষে মাইক্রোসফটের রাজস্ব আয় ১৪ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছেছে। একই বছর শেষে প্রতিষ্ঠানটির পরিচালন ও নিট মুনাফা যথাক্রমে পাঁচ হাজার ৩০০ কোটি ও চার হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছেছে।

অ্যালফাবেট
বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশন ফরচুন প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রশংসিত কোম্পানির তালিকায় চতুর্থ শীর্ষ এবং সামগ্রিকভাবে সপ্তম অবস্থানে রয়েছে। গত বছর শেষে মার্কিন প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ১৮ হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়েছে। একই বছর শেষে অ্যালফাবেটের পরিচালন ও নিট মুনাফা যথাক্রমে চার হাজার ১০০ কোটি ও চার হাজার কোটি ডলারে পৌঁছেছে।

সেলসফোর্স
মার্কিন ক্লাউড-বেজড সফটওয়্যার ফার্ম সেলসফোর্স ডটকম ফরচুন প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রশংসিত কোম্পানি তালিকায় টেক হিসেবে পঞ্চম সামগ্রিকভাবে দ্বাদশ অবস্থানে রয়েছে। গত বছর শেষে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় এক হাজার ৭০০ কোটি ডলার ছাড়িয়েছে। একই বছর প্রতিষ্ঠানটির পরিচালন ও নিট মুনাফা যথাক্রমে ২৯ কোটি ৭০ লাখ ও ১২ কোটি ৬০ লাখ ডলারে পৌঁছেছে।

অ্যাকসেঞ্চার
ফরচুন প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রশংসিত প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষ ষষ্ঠ এবং সামগ্রিকভাবে ৩৩তম অবস্থানে রয়েছে প্রফেশনাল সার্ভিস কোম্পানি অ্যাকসেঞ্চার। কোভিড-১৯ মহামারীর মধ্যে প্রতিষ্ঠানটির ব্যবসায় উল্লম্ফন দেখা গেছে। গত বছর শেষে কোম্পানিটির রাজস্ব আয় চার হাজার ৪৩৩ কোটি ডলারে পৌঁছেছে। এ ছাড়া গত বছর শেষে অ্যাকসেঞ্চারের পরিচালন ও নিট মুনাফা যথাক্রমে ৬৫১ কোটি ও ৫১১ কোটি ডলারে পৌঁছেছে।

এনভিডিয়া
মার্কিন বহুজাতিক গ্রাফিকস চিপ ডিজাইনার এনভিডিয়া ফরচুন প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রশংসিত প্রযুক্তি কোম্পানি তালিকায় সপ্তম এবং সামগ্রিকভাবে ৩৮তম অবস্থানে রয়েছে। গত বছর শেষে কোম্পানিটির রাজস্ব আয় এক হাজার ৯২ কোটি ডলারে পৌঁছেছে। এ ছাড়া গত বছর শেষে এনভিডিয়ার পরিচালন ও নিট মুনাফা যথাক্রমে ২৮৫ কোটি ও ২৮০ কোটি ডলারে পৌঁছেছে। গত বছরজুড়ে মোবাইল ডিভাইস এবং হাই-অ্যান্ড গাড়িতে এনভিডিয়ার চিপের চাহিদা বেড়েছে।

অ্যাডোবি
মার্কিন কম্পিউটার সফটওয়্যার কোম্পানি অ্যাডোবি ইনকরপোরেশন ফরচুন প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রশংসিত প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকায় অষ্টম এবং সামগ্রিকভাবে ৪০তম অবস্থানে রয়েছে। গত বছর শেষে কোম্পানিটির রাজস্ব আয় এক হাজার ১১৭ কোটি ডলারে পৌঁছেছে। এছাড়া গত বছর শেষে অ্যাডোবির পরিচালন ও নিট মুনাফা যথাক্রমে ৩২৭ কোটি ও ২৯৫ কোটি ডলারে পৌঁছেছে।

আইবিএম
মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) বিশ্বের সবচেয়ে প্রশংসিত প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকায় নবম অবস্থানে রয়েছে। কোভিড-১৯ মহামারীর মধ্যে প্রতিষ্ঠানটির ব্যবসায় উল্লম্ফন দেখা গেছে। গত বছর শেষে কোম্পানিটির রাজস্ব আয় সাত হাজার ৭১৪ কোটি ডলারে পৌঁছেছে। এ ছাড়া গত বছর শেষে আইবিএমের পরিচালন ও নিট মুনাফা যথাক্রমে এক হাজার ৩২১ কোটি ও ৯৪৩ কোটি ডলারে পৌঁছেছে।

স্যামসাং
দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং ইলেকট্রনিকস ফরচুন প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রশংসিত প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকায় দশম অবস্থানে রয়েছে। কোভিড-১৯ মহামারীর মধ্যে গত বছর অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো স্যামসাংয়ের ব্যবসায় রেকর্ড উল্লম্ফন দেখা যায়। গত বছর শেষে কোম্পানিটির রাজস্ব আয় ২৩৬ দশমিক ৮১ ট্রিলিয়ন কোরিয়ান ওনে পৌঁছেছে। এছাড়া গত বছর শেষে স্যামসাংয়ের পরিচালন মুনাফা ৩৫ দশমিক ৯৯ ট্রিলিয়ন কোরিয়ান ওনে পৌঁছেছে।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us