করোনা থেকে সুস্থ হলে এক ডোজ টিকাই যথেষ্ট!

অন্য এক দিগন্ত | Apr 16, 2021 07:11 pm
করোনা টিকা

করোনা টিকা - ছবি : সংগৃহীত

 

যারা একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং পরে সেরেও উঠেছেন কোভিড-১৯ টিকার একটি ডোজই তাদের পক্ষে যথেষ্ট। সাম্প্রতিক একটি গবেষণা এই তথ্য জানাল।

টিকার একটি ডোজ নিলেই সার্স-কভ-২ ভাইরাসের মোকাবিলার জন্য তাদের দেহের প্রতিরোধ ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। পরে তাদের টিকার আর একটি ডোজ নেয়ার প্রয়োজন থাকে না। কারণ, দ্বিতীয় ডোজ নিলে যে তাদের দেহের প্রতিরোধ ব্যবস্থা আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে, তা কিন্তু নয়। তবে যাদের আগে কোভিড হয়নি, তাদের দেহের প্রতিরোধ ব্যবস্থার যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠার জন্য টিকার দু’টি ডোজের খুবই প্রয়োজন।

গবেষণাটি চালিয়েছেন আমেরিকার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অব মেডিসিনের পেন ইনস্টিটিউট অব ইমিউনোলজির বিজ্ঞানীরা। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘সায়েন্স ইমিউনোলজি’-তে। শুক্রবার।

গবেষকরা পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে ৪৪ জন সুস্থ মানুষকে বায়োএনটেক-ফাইজার এবং মডার্না-র বানানো ‘মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ)’ কোভিড টিকা দিয়েছিলেন। ৪৪ জনের মধ্যে ১১ জন আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। পরে তারা সকলেই সেরে ওঠেন। কী ভাবে তাদের শরীরে প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয়ে উঠছে তা বুঝতে গবেষকরা টিকা নেওয়ার আগে ও পরে ২ বার করে মোট ৪ বার ৪৪ জনের রক্তের নমুনা পরীক্ষা করেছিলেন।

জীববিজ্ঞান বলে, টিকা দেয়া হলে বা কোনো ভাইরাসের সংক্রমণ ঘটলে মানুষের দেহের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা আদতে দু’ধরনের কোষ তৈরি করে। ভাইরাসদের বিরুদ্ধে লড়াই চালিয়ে তাদের হারিয়ে দেওয়ার জন্য। এদের একটি অ্যান্টিবডি। অন্যটি ‘মেমরি বি সেল’। দেহে ঢুকে পড়া ভাইরাসের বিরুদ্ধে লড়াইটা তড়িঘড়ি শুরু করে দেয় অ্যান্টিবডি। আর মানুষের শরীরকে কোনও ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের জন্য প্রস্তুত রাখতে সহায়তা করে মেমরি বি সেল।

অন্যতম গবেষক পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ই জন হোয়েরি বলেছেন, ‘এত দিন প্রায় বেশির ভাগ গবেষণাতেই দেখা হয়েছে টিকা দেয়ার পর কী ভাবে আমাদের দেহের প্রতিরোধ ব্যবস্থা অ্যান্টিবডি গড়ে তুলছে, তার জন্য কতটা সময় নিচ্ছে, সেই অ্যান্টিবডি কতটা কার্যকর হচ্ছে। এখন যে গবেষণাগুলি এ ব্যাপারে মেমরি বি সেল-এর ভূমিকাও খতিয়ে দেখছে আমাদের গবেষণা তাদেরই অন্যতম। আগামী দিনে ভাইরাসের হানাদারি রুখতে আমাদের দেহের প্রতিরোধ ব্যবস্থা কতটা কার্যকর হবে তা বুঝতে মেমরি বি সেল-এর ভূমিকা খতিয়ে দেখার প্রয়োজনই সবচেয়ে বেশি। তাই আমরা গবেষণায় দেখেছি টিকা দেওয়ার পর কী ভাবে আমাদের দেহের প্রতিরোধ ব্যবস্থা কত তাড়াতাড়ি মেমরি বি সেল তৈরি করতে পারছে।’

গবেষকরা দেখেছেন এক বার যারা কোভিডে আক্রান্ত হয়েছেন এবং পরে সেরেও উঠেছেন, এই মেমরি বি সেলগুলির জন্যই, তাদের আর কোভিড টিকার দ্বিতীয় ডোজ নেয়ার প্রয়োজন হচ্ছে না। একটি ডোজই তাদের দেহে প্রতিরোধ ব্যবস্থাকে যথেষ্ট শক্তিশালী করে দিতে পারছে। তবে যারা আগে কোভিডে আক্রান্ত হননি, তাদের ক্ষেত্রে এই মেমরি বি সেলগুলোর ভূমিকা ততটা উল্লেখযোগ্য নয়। তাই টিকার দু’টি ডোজ নিলে তাদের দেহে প্রতিরোধ ব্যবস্থা সার্স-কভ-২ ভাইরাস মোকাবিলার জন্য যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারছে না।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us