ক্যারিবিয়ার সোনালি প্রজন্ম বনাম লঙ্কার নতুন নায়কদের লড়াই আজ

অন্য এক দিগন্ত ডেস্ক | Nov 04, 2021 02:36 pm
ক্যারিবিয়ার সোনালি প্রজন্ম বনাম লঙ্কার নতুন নায়কদের লড়াই আজ

ক্যারিবিয়ার সোনালি প্রজন্ম বনাম লঙ্কার নতুন নায়কদের লড়াই আজ - ছবি সংগৃহীত

 

পিচ আর ফর্ম সবই যেন ব্ল্যাক হর্সদের বিপক্ষে। সাথে যোগ হয়েছে টস ভাগ্য। যদি ও তবের ওপর ঝুলে থাকা ক্যারিবিয়ানদের জন্য আজকের ম্যাচ অনেকটা বাঁচা-মরার লড়াই। আগের সব ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা ক্যারিবিয়ানরা ব্যাটে নিজেদের নামের ওপর সুবিচার করতে পারেননি। ব্যাটিং ধস (ধস) নেমেছিল প্রথম ম্যাচেই।

অপর দিকে তারুণ্য-নির্ভর দল নিয়ে বিশ্বকাপে আসা লঙ্কানরা বিশ্বাকাপ থেকে বিদায় নিয়েছে আগেই। বিশ্বকাপ থেকে বাদ পড়লেও সাঙ্গা-মাহেলা-পরবর্তী যুগে আবারো স্বপ্ন দেখতে পারে শ্রীলঙ্কা, মশাল হাতে আছে প্রিথুম নিশাঙ্কা, চামিকা, আভিস্কাদের হাতে। ব্যাটে লঙ্কান লায়নসদের যেমন সম্ভাবনা তেমনি বোলিং লাইনেও আছেন মাহিশ থাকসিনা কিংবা ওয়ানিন্দু হাসারাঙ্গারা।

সব মিলিয়ে চলামান টি-২০ বিশ্বকাপে আজ দেখা যাবে টি-২০-তে ওয়েস্ট ইন্ডিজের সোনালি প্রজন্ম ও শ্রীলঙ্কার নতুন নায়কদের।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ বিকাল ৪টায় মুখোমুখি হবে দুই দল। স্পিন সহায়ক পিচে আজকেও স্পিন পরীক্ষায় পড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ১৪ বাবের দেখায় দুই দলই জিতেছে সমান সাতবার করে। তবে বিশ্বকাপে সাতবারের দেখায় পাঁচবার জয় নিয়ে মাঠ ছেড়ে লঙ্কানরা।

ওয়েস্ট ইন্ডিজ দলে ইঞ্জুরি সমস্যা নেই। গত ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজ।

শ্রীলঙ্কা দলেও নেই ইঞ্জুরি শঙ্কা।তবে বোলিং অলরাউন্ডার চামিকা করুনারত্নের পরিবর্তে দলে আসতে পারেন আকিলা ধানানজায়া। এর আগে ওয়েস্ট ইন্ডিয়ানদের বিপক্ষে হ্যাটট্রিক করা আকিলা আজও হয়ে উঠতে পারেন ওয়েস্ট ইন্ডিজের ত্রাস।

মাঠে মুখোমুখি হওয়া আগে লঙ্কান লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে খেলার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে ব্ল্যাক হর্সদের। ব্যাটে বলে দারুণ ফর্মে থাকা এই লঙ্কান লেগি চলমান বিশ্বকাপে এ পর্যন্ত সংগ্রহ করেছেন ১১৯ রান, তুলে নিয়েছেন ১৪ উইকেট।

অপরদিকে চ্যাম্পিয়ন ডোয়াইন ব্রাভো আরো একবার সুযোগ পাবেন লঙ্কানদের বিপক্ষে তার রেকর্ড সমৃদ্ধ করার। ব্যাটে ২২৪ রানের পাশাপাশি বলে ১৪ উইকেট শিকার করা ব্রাভো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সেরা পার্ফমার।

এবার কেমন হতে আবহাওয়া, পিচ আর ফর্ম নিয়ে ভুগতে থাকা দুই দলের একাদশ তার দিকে চোখ দেয়া যাক ।

শ্রীলঙ্কা : লঙ্কান শিবিরে পরিবর্তন আসার সম্ভাবনা আছে আজকের একাদশে। ফর্মে না থাকা লাহিরু কুমারার পরিবর্তে দলে আসতে পারেন অকিলা। এছাড়া কুশাল পেরেরার জায়গায় দলে ফিরতে পারেন দিনেশ চান্দিমাল।

(১) প্রিথুম নিশাঙ্কা, (২) কুশাল জিনাত পেরেরা/ দিনেশ চান্দিমাল, (৩) চারিথ আশালঙ্কা, (৪) ভানুকা রাজাপাকসে (৫) আভিষ্কা ফার্নান্দো, (৬) ওয়ানিন্দু হাসারাঙ্গা, (৭) দাশুন শানাকা, (৮) চামিকা করুনারত্নে, (৯) আকিলা ধানানজায়া/ লাহিরু কুমারা, (১০) দুশমান্থা চামিরা(১১) মাহিশ থাকসিনা।

গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে চোট পেলেও আজকের ম্যাচে খেলবেন ক্যারিবিয়ান দলপতি কিরন পোলার্ড। এছাড়া দলে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।

ওয়েস্ট ইন্ডিজের আজকের একাদশ হতে পারে-
(১) ক্রিস গেইল, (২) ইভান লুইস, (৩) রোস্টন চেজ, (৪) শিমরন হেটমায়ার, (৫) কিরন পোলার্ড, (৬) আন্দ্রে রাসেল, (৭) নিকোলাস পুরান, (৮) জেসন হোল্ডার, (৯) ডোয়াইন ব্রাভো, (১০) আকিল হোসেন, (১১) রবি রামপাল।

পিচ, ফর্ম আর বিশ্বকাপে সুযোগের সমীকরণ দুই দলের জন্য ভিন্ন হলেও নিজেদের সেরাটা দিতে দুই দলই যে মুখিয়ে থাকবে সে বিষয়ে সন্দেহ নেই। বাকি গল্প দেখা যাবে মাঠে সে পর্যন্ত অপেক্ষার গল্পই চলতে থাক!


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us