সুন্নত ও হাদিস বোঝার যে বইটি সবার পড়া আবশ্যক

জি. মোস্তফা | Dec 25, 2021 04:18 pm
সুন্নত ও হাদিস বোঝার যে বইটি সবার পড়া আবশ্যক

সুন্নত ও হাদিস বোঝার যে বইটি সবার পড়া আবশ্যক - ছবি : সংগ্রহ

 

বাংলাদেশের চিন্তক যুব সমাজের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে 'সুন্নত ও হাদীস বুঝার মেথডোলজি' নামক বইটি । বইটি লিখেছেন তুরস্কের উসূলবিদ ও মুতাফাক্কির প্রফেসর ড. মেহমেদ গরমেজ। বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন তরুণ অনুবাদক বুরহান উদ্দিন এবং প্রকাশ করেছে 'ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউট' নামক একটি প্রতিষ্ঠান ।

ইতোমধ্যেই বাংলাদেশের মেধাবী চিন্তাবিদ ও ন্যায়ভিত্তিক সভ্যতা নির্মাণে বিশ্বাসী যুবকদের দৃষ্টি আকর্ষণ করেছে প্রফেসর গরমেজের এই বইটি। ড. মেহমেদ গরমেজ ১৯৯৪ সালে আঙ্কারা বিশ্ববিদ্যালয় থেকে 'সুন্নত ও হাদীস বোঝা এবং ব্যাখ্যা করার ক্ষেত্রে পদ্ধতিগত সমস্যা' বিষয়টির ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি আহমেদ ইয়েসেভি বিশ্ববিদ্যালয়, হাজেত্তেপে বিশ্ববিদ্যালয় এবং আঙ্কারা বিশ্ববিদ্যালয়সহ অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি বর্তমানে 'ইন্সটিটিউট অফ ইসলামিক থট-এর প্রেসিডেন্ট হিসেবে অনন্য ভূমিকা পালন করছেন। ইতোমধ্যে তার ১০ টিরও অধিক বই ও অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

তরুণ চিন্তক আবিদ ইহসান 'সুন্নত ও হাদীস বোঝার মেথডোলজি' বইটি সম্পর্কে বলেন, 'গাণিতির সূত্রের মতো বইটি । বইটি এতটাই অসাধারণ যে, আমার মতে- বাংলাদেশের চিন্তাশীল আলেমদের সকলেরই বইটি পড়া বাধ্যতামূলক। শুধু আলেমরাই নয়, ইসলাম নিয়ে যাদেরই আগ্রহ তাদের প্রত্যেকেরই এই বইটি পড়া উচিৎ।'

হাসান আলফিরদাউস বইটি সম্পর্কে বলেন, 'আমরা যেমন ডিফারেন্সিয়েশন ও ইন্টিগ্রেশনের সূত্রসমূহকে স্ট্যান্ডার্ড ধরে সমস্যা সমাধান করি। Squeeze theorem, Mean Value Theorem যেভাবে সমাধান বের করতে সহায়তা করে ঠিক সেভাবেই এই বইটি বর্তমান সময়কার হাজারো প্রশ্নের জবাব দিয়ে দেবে আপনার অজান্তেই।'

জানা গেছে মেহমেদ গরমেজের ৪০ বছরের গবেষণার ফসল ৩৭৬ পৃষ্ঠার বৃহদাকার এই বইটি। বইটিতে তিনি সুন্নতকে সামগ্রিকভাবে বুঝার জন্য ৪২টি মূলনীতি প্রণয়ন করেছেন।

প্রফেসর ড. মেহমেদ গরমেজ বলেন, 'এ গ্রন্থটি সুন্নতকে শুধুমাত্র দ্বীনি জ্ঞানের একটি উৎস,কোরআনের তাফসীর ও বয়ান হিসেবেই বিবেচনা করেনি ; একইসাথে উম্মতকে নবরূপে জাগ্রতকারী, ইসলামী সভ্যতাকে ধারাবাহিকতা দানকারী, সভ্যতার গতিপথ নির্ধারণকারী মূল্যবোধের একটি রত্নভাণ্ডার হিসেবেও বিবেচনা করেছে ।'

তিনি আরো বলেন, 'গ্রন্থটি সুন্নতকে সকল যুগে বহনকারী বাহক হিসেবে বিবেচিত হাদীসের লেখ্য ও কথ্য রেওয়ায়াতসমূহ সামগ্রিকভাবে বিশ্লেষণ করেছে এবং হাদীস বুঝার জন্য সামগ্রিক পন্থা উত্থাপন করেছে।'

বিভিন্ন মত ও পথের বিভাজনে জর্জরিত এই বাংলাদেশে হাদিস নিয়ে বিতর্কের এই পরিস্থিতিতে আলেম সমাজ এই বইটিকে অবশ্য পাঠ্য হিসেবে গ্রহণ করলে এই বিতর্কের অনেকটাই অবসান ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাঠকরা।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us