খেলার পেছনে খেলা! আবার কেন ভারত-পাকিস্তান একই বিভাগে?

অন্য এক দিগন্ত | Jan 25, 2022 04:31 pm
খেলার পেছনে খেলা! আবার কেন ভারত-পাকিস্তান একই বিভাগে?

খেলার পেছনে খেলা! আবার কেন ভারত-পাকিস্তান একই বিভাগে? - ছবি : সংগ্রহ

 

আরেকটি বিশ্বকাপ ক্রিকেট আসর আসছে এবং আবারো মুখোমুখি হচ্ছি পাকিস্তান ও ভারত। মাত্র কিছু দিন আগে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচ দিয়েই শুরু হয়েছিল। ওই ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়ে ছিল পাকিস্তান। এর পর আবার চলতি বছর আরেকটি আইসিসি আসরে মুখোমুখি হচ্ছে দুই দল। এখানেও একই গ্রুপে রাখা হয়েছে পাকিস্তান ও ভারতকে। কেন এমন হচ্ছে।


মনে রাখতে হবে খেলার মাঠে ভারত পাকিস্তান মানে কোনোভাবেই কোনো থ্রিলারের থেকে কম নয় ৷ চির প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে কূটনৈতিক নীতির কারণেই এমন চাপের পরিস্থিতি সৃষ্টি হয় ৷

এমন ধরনের প্রতিযোগিতার জন্য ভক্তরা সব সময়েই অপেক্ষা করে থাকেন ৷ শেষবার ক্রিকেটের মাঠে দেখা হয়েছিল ভারত ও পাকিস্তান টি ২০ বিশ্বকাপে ৷

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের কাছে দশ উইকেটে হেরেছে ভারতীয় ক্রিকেট দল ৷

এই বছর অর্থা্ৎ ২০২২ সালেও ফের আইসিসি টি২০ বিশ্বকাপের আসর বসছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ৷ ২৩ অক্টোবর ২০২২ এই ম্যাচ মেলবোর্নের এমসিজিতে খেলা হবে ৷

এখন প্রশ্ন হল যে এই আইসিসি প্রতিযোগিতায় বেশিরভাগ ক্ষেত্রেই কেন ভারত ও পাকিস্তানকে একই বিভাগে রাখা হয় ৷ ফাইল ছবি ৷

এর এক এবং একমাত্র কারণ এই দুই দলের মধ্যে কোনও টুর্নামেন্ট হলে দর্শকদের মধ্যে প্রবল উন্মাদনার সঙ্গে ব্যাপক সংখ্যক দর্শকটি দেখেন ৷

সে মাঠেই হোক বা টিভিতে অথবা ডিজিটালি সরাসরি সম্পর্ক রয়েছে ৷ যদি ভারত ও পাকিস্তান আলাদা আলাদা গ্রুপে খেলে সেক্ষেত্রে দই দল মুখোমুখি নাও হতে পারে পরবর্তী পর্যায়ে ৷

সম্প্রচারকারী সংস্থার ক্ষতির মুখোমুখি হতে পারে ৷ ভারত-পাকিস্তান ম্যাচ হলেই বিজ্ঞাপনের রেট থাকে আকাশছোঁয়া এর সরাসরি প্রভাব রেভিনিউয়ে পড়ে ৷

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ সারা পৃথিবী জুড়ে ১৬ কোটি ৭০ লক্ষ মানুষ দেখেছেন ৷

২৪ অক্টোবর ভারত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি টিভি ভিউয়ারশিপে সব থেকে এগিয়ে ছিল ৷ মিনিট টু মিনিটে কোটি কোটি দর্শক দেখেছেন ৷

২০১২-২০১৩-এর পরে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয়নি ৷ একমাত্র আইসিসি টুর্নামেন্ট এমনই এক প্রতিযোগিতা যেখানে ভারত পাকিস্তান মুখোমুখি হয় ৷ ভারত বারবার পাকিস্তানের সাথে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে অস্বীকার করে আসছে। অদূর ভবিষ্যতেও দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

যদি গ্লোবাল প্রতিযোগিতায় যদি এই দুই দল মুখোমুখি না হয় সেক্ষেত্রে বিপুল ক্ষতির সম্মুখীন হবে ক্রিকেট ৷এমন ক্ষতির মুখে কে পড়তে চায়? তবে দর্শকদের লাভ হলো, তারা দারুণ এক লড়াই দেখতে পারে।

সূত্র : নিউজ ১৮

 

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us