এবার ব্যাটিং গড়ে বিপর্যয়ে পড়ছেন কোহলি!

অন্য এক দিগন্ত | Mar 09, 2022 03:07 pm
এবার ব্যাটিং গড়ে বিপর্যয়ে পড়ছেন কোহলি!

এবার ব্যাটিং গড়ে বিপর্যয়ে পড়ছেন কোহলি! - ছবি : সংগ্রহ

 

৫২তম টেস্ট খেলার সময় ৫০ গড় পার করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তার পর থেকে ৪৯টি টেস্ট খেলে ফেললেও সেই গড় কখনো ৫০-এর নিচে নামেনি। এ বার সেই আশঙ্কাও দেখা যাচ্ছে।

টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বিরাট। এক দিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে। ২০১৯ সালে বাংলাদেশ বনাম ভারত গোলাপি বলের টেস্টের পর এখন পর্যন্ক শতরান আসেনি বিরাটের ব্যাটে। মোহালিতে শততম টেস্টও খেলে ফেললেন তিনি। সেই ম্যাচে ৪৫ রান করেন বিরাট। এ বার আশঙ্কা ৫০-এর নিচে নেমে যেতে পারে বিরাটের টেস্ট ক্রিকেটে ব্যাটিং গড়।

এখন পর্যন্ত তিন ধরনের ক্রিকেটেই বিরাটের গড় ৫০-এর উপরে। টি-টোয়েন্টিতে বিরাটের গড় ৫১.৫, এক দিনের ক্রিকেটে তার গড় ৫৮.০৭ এবং টেস্ট ক্রিকেটে বিরাটের গড় ৫০.৩৫।

ভারতের পরের টেস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে। বেঙ্গালুরুতে হবে সেই ম্যাচ। আরো একটা গোলাপি বলের টেস্ট। সেই টেস্টে যদি ৪৩ রানের কমে আউট হয়ে যান বিরাট, তা হলে ৫০-এর নিচে নেমে যাবে তার গড়। ৪৯তম টেস্ট পর এমন ঘটনা ঘটবে।

টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে সুনীল গাভাস্কারের গড় কখনও ৫০-এর নিচে নামেনি। শচিন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড় একবার টেস্টে ৫০ গড় ছুঁয়ে ফেলার পর কখনো তা নামতে দেননি। বিরাটের থেকে প্রতি ম্যাচেই বড় রানের আশায় থাকেন সমর্থকরা। আইপিএল দলের হয়ে খেলার সুবাদে বেঙ্গালুরু বিরাটের ঘরের মাঠ বলা যেতেই পারে। সেই মাঠে কি বড় রান করে ছন্দে ফিরবেন কোহলি?

সূত্র : আনন্দবাজার পত্রিকা


‘তিনি সর্বদা নিজেকে রাজা মনে করতেন’
আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ বছর কেটে যাওয়ার পরে বিরাট কোহলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন হিসেবে নিজের জায়গা পাকা করেছেন। তার বিখ্যাত রেকর্ড ছাড়াও, কোহলির আগ্রাসন, ফিটনেস অন্যমাত্রা পেয়েছে। তার আবেগ এবং রেকর্ডের জন্য ক্ষুধা ভারতীয় ক্রিকেট দলকে একটি শক্তিশালী ইউনিটে রূপান্তরিত করেছে। বিরাট কোহলি হয়তো আইসিসি ট্রফি জিততে পারেননি। কোহলি কিন্তু টেস্ট অধিনায়ক হিসেবে, এমএস ধোনি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাপিয়ে গিয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করেন বিরাট কোহলি এখনো কয়েক বছর খেলবেন। কোহলি জীবনে যা অর্জন করেছেন, তার জন্য তাকে অনেক ঘাম ঝরাতে হয়েছে। বিরাট কোহলি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক থেকে বিশ্বের শীর্ষ ব্যাটসম্যান এবং সেরা ক্রীড়াবিদদের একজন হয়েছেন। এই যাত্রায় অনেক ত্যাগ স্বীকার করেছেন বিরাট। কোহলির অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ প্রদীপ সাংওয়ান এবং তন্ময় শ্রীবাস্তব জানিয়েছেন কীভাবে বিরাটের খেলার প্রতি অন্তহীন আবেগ তাকে সর্বদা গ্রুপের বাকি ছেলেদের থেকে আলাদা করেছিল।

প্রদীপ সাংওয়ান ইন্ডিয়ান এক্সপ্রেস-এ কোহলি সম্পর্কে লিখেছেন, ‘আমরা সবাই জানতাম যে বিরাট একদিন ভারতের হয়ে খেলবেন। কারণ তার বড় সেঞ্চুরি করার অভ্যাস ছিল। এটা শুরু থেকেই অভ্যাস। তিনি প্রচুর রান করতেন এবং তিনি নিশ্চিত করেছিলেন যে তিনি সমস্ত ভালো দলের বিরুদ্ধে স্কোর করবেন। তার মানসিকতা এমন ছিল যে তিনি যদি বড় দলের বিরুদ্ধে বড় স্কোর করেন তাহলে ভারতীয় দলে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা হবে। মানুষ তার সম্বন্ধে জিজ্ঞাসা করবে, সকলে তাকে জানতে পারবে।’

প্রদীপ সাংওয়ান আরো বলেন, ‘তিনি যখন মাঠের ভিতরে থাকেন, তিনি কখনই হাল ছাড়েন না। তার মনে হয় সে যেন একাই রয়েছেন এবং তাকে একাই করতে হবে। আমি এখানকার রাজা। আমি আমার দলের জন্য এই খেলা জিতব। ড্রেসিংরুমের ভিতরে, তিনি এমন লোকদের সন্ধান করতেন যাদের সাথে তিনি রসিকতা করতে পারতেন। তিনি মন্তব্য করবেন। তিনি সাজঘরের হাওয়াকে হালকা রাখেন যা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মাঝে মাঝে ড্রেসিংরুমের অভ্যন্তরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়।

এদিকে, তন্ময় শ্রীবাস্তব বলেছেন যে বিরাট কোহলি প্রথম থেকেই তার মনোভাবের কারণে আলাদা ছিলেন। যেভাবে লড়াই করতেন আর মাঠে কাউকে ছাড়তেন না। ২০০৮ সালে আমাদের একটি দুর্দান্ত দল ছিল এবং সবাই ম্যাচ উইনার ছিল। আমি বিরাটকে অনূর্ধ্ব-১৯ জোনাল গেম থেকে চিনতাম। উত্তর জোন একবার সেন্ট্রাল জোনের বিরুদ্ধে খেলেছিল। ইশান্ত শর্মার মতো খেলোয়াড়ও ছিলেন নর্থ জোনে। আমি সেন্ট্রাল জোনের হয়ে ১৮০ রান করি এবং সে ১৯০ রান করেছিলেন। তখনই আমি প্রথমবার বুঝেছিলাম যে তার সাহস আছে।

তন্ময় শ্রীবাস্তব বিরাটকে নিয়ে আরও বলেন, ‘তিনি আক্রমনাত্মক ছিলেন। লোকেরা বলত, দেখুন, তার অ্যাটিটিউডে সমস্যা আছে। কিন্তু যখন তিনি পারফর্ম করতে শুরু করতেন, তখন তাদের চোখে বিরাটের অ্যাটিটিউড আক্রমণাত্মক হয়ে উঠত! অনেক প্রাক্তন খেলোয়াড় বলতেন, 'বড় খলিফা বান গয়া হ্যায়', মানে বড় খেলোয়াড় হয়ে উঠেছে। তারা বলে 'ইসকা চশমা (সানগ্লাস) এবং হাঁটা (সোয়াগ) তো দেখো বলে ঠাট্টা করত। যে মুহূর্তে সে রান করতে পারেনি সবাই তার দিকে আঙুল তুলতে শুরু করত।

সূত্র : হিন্দুস্তান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us