ওমিক্রন কি শুধু মৃদু উপসর্গ ঘটায়?

অন্য এক দিগন্ত ডেস্ক | Dec 02, 2021 04:17 pm
ওমিক্রন

ওমিক্রন - ছবি সংগৃহীত

 

করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রন নিয়ে সতর্ক করলেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। তারা জানালেন, ওমিক্রন কেবলমাত্র মৃদু উপসর্গ ঘটায়— এ কথা নিশ্চিত ভাবে বলার সময় এখনো আসেনি। এর পক্ষে যুক্তিও দিয়েছেন তারা।

বুধবার দক্ষিণ আফ্রিকার সরকারি কর্মকর্তাদের ওমিক্রনের ব্যাপারে জানাচ্ছিলেন ওই দেশের বিজ্ঞানীরা। সেখানেই তারা বলেছেন, আফ্রিকায় ওমিক্রনে আক্রান্তরা অধিকাংশই কমবয়সী। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক ভাবে বেশি। ওই বিজ্ঞানী দলের প্রধান মাইকেল গ্রুম বলেছেন, ‘সম্প্রতি সংক্রমণ হয়েছে কমবয়সিদের মধ্যে। এখন দেখা যাচ্ছে বয়স্কদের মধ্যেও সংক্রমণ বাড়ছে।’

বয়স্কদের মধ্যে ওমিক্রন কতটা প্রভাব ফেলছে, তা জানতে আরো কয়েক দিন অপেক্ষা করতে হবে বলে মত তার। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজ (এনআইসিডি) জানিয়েছে, গত কয়েক দিনে দক্ষিণ আফ্রিকায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে সাড়ে আট হাজার ছাড়িয়েছে। ওমিক্রনের জন্যই এই সংক্রমণ বৃদ্ধি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

যদিও বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ওমিক্রন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট তথ্য এবং পরিসংখ্যান প্রকাশ্যে আসেনি। গবেষণা চলছে। চিকিৎসক এবং বিজ্ঞানীরা তথ্য ও পরিসংখ্যান পাওয়ার চেষ্টা করছেন। তাঁদের বক্তব্য, অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে সচেতনতা জরুরি।

২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা প্রথম জানিয়েছিলেন করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রনের কথা। তার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও চিহ্নিত করে। করোনার নতুন রূপ অনেক বেশি সংক্রামক বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীদের একাংশ। যদিও ডেল্টা বা ডেল্টা প্লাসের মতো করোনার রূপের তুলনায় এর সংক্রমণ ক্ষমতা বেশি না কম, তা নিশ্চিত ভাবে এখনও জানা সম্ভব হয়নি। টিকা নেয়া ব্যক্তির শরীরে ওমিক্রন কতটা প্রভাব ফেলতে পারবে তাও এখনো প্রমাণিত নয়।

তবে দক্ষিণ আফ্রিকায় টিকাকরণের হার ইউরোপ এবং আমেরিকার তুলনায় অনেকটাই কম। মোট জনসংখ্যার সাত শতাংশও এখনও টিকার আওতায় আসেনি। কিন্তু ওমিক্রন ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার অতিমারি পরিস্থিতির উপর নজর রয়েছে বিজ্ঞানীদের।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

‘ওমিক্রন’ ঠেকাতে সাউথ অষ্ট্রেলিয়া সীমান্তে কড়াকড়ি
অষ্ট্রেলিয়ান রাজ্য সাউথ অষ্ট্রেলিয়া সরকার সীমান্তে নিষেধাজ্ঞা আরো কঠোর করেছে। করোনার সর্বশেষ সংক্রমণ ‘ওমিক্রন’ ঠেকাতে তারা এ উদ্যোগ নিয়েছে।
সাউথ অষ্ট্রেলিয়ায় বৃহস্পতিবার নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৬ জন শনিবার একটি স্কুলের পুনর্মিলনীতে অংশ নিয়েছিল। ধারনা করা হচ্ছে বাকী দুজন অন্য কোন রাজ্যে সংক্রমিত হয়েছে।

করোনার ওমিক্রন ধরন নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে সাউথ অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্টিভেন মার্শাল ঘোষণা করেছেন, নিউ সাউথ ওয়েলস রাজ্যের সকল ভ্রমণকারীকে সাউথ অষ্ট্রেলিয়ায় আসার পর অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে।
এছাড়া এ রাজ্য আন্তর্জাতিক ভ্রমণকারীদের কোয়ারেন্টিনের মেয়াদ এক সপ্তাহ থেকে বাড়িয়ে ১৪ দিন করেছে।

মার্শাল বলেছেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তিনি বিস্মিত নন। তবে ওমিক্রন পরিস্থিতি বিশেষ ভাবে পর্যবেক্ষণ করতে হবে।
উল্লেখ্য, অষ্ট্রেলিয়ায় বৃহস্পতিবার ১৭ শ'রও বেশি লোক নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। দেশটি বর্তমানে করোনার তৃতীয় দফার সংক্রমণ মোকাবেলা করছে।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us