পাকিস্তানি এফ-১৬ যেভাবে ঘায়েল করল সোভিয়েত সু-২২কে

অন্য দিগন্ত ডেস্ক | Jan 19, 2020 09:41 pm
পাকিস্তানি এফ-১৬ যেভাবে ঘায়েল করল সোভিয়েত সু-২২কে

পাকিস্তানি এফ-১৬ যেভাবে ঘায়েল করল সোভিয়েত সু-২২কে - ছবি : সংগৃহীত

 

আফগানিস্তানে সোভিয়েত দখলদারিত্বের সময় পাকিস্তানি বিমানবাহিনী দুর্দান্ত সাফল্য অর্জন করেছিল। তাদের আঘাতে বিপুলসংখ্যক রুশ বিমান বিধ্বস্ত হয়েছিল। এখানে কয়েকটি ঘটনা উল্লেখ করা হলো।

১৯৮৬ সালের ১৭ মে দুটি এফ-১৬এ পারাচিনারের কাছে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশকারী দুটি ড্রাফ সু-২২এম৩কের দিকে ছুটে যায়। শক্ত সুইয়িং-পাখার সুখোই সুপারসনিক জঙ্গিবিমানগুলো স্নায়ুযুদ্ধের সময় ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল।

পাকিস্তান বিমান বাহিনীর এফ-১৬ ছয় মাইলের মধ্যে চলে আসে, স্কোয়াড্রন লিডার হামিদ কাদরি একটি সাইডউইন্ডার নিক্ষেপ করেন, কিন্তু তা আঘাত হানতে ব্যর্থ হয়। সু-২২ তখন দিক পরিবর্তন করে আফগান সীমান্তের দিকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কাদরি তখন দ্বিতীয় এআইএম-৯এল ছোঁড়েন, যা প্রথমে সুখোইয়ের অনেক দূর দিয়ে গিয়ে ঘুরে এসে এর টার্গেটে আঘাত হানে।

পাকিস্তান বিমান বাহিনীর ভাষ্যমতে, কাদরি দ্বিতীয় একটি সু-২২-এর দিকে ধাবিত হয়েছিলেন।
তিনি বলেন, অপর বিমানটি তখন বাম দিকে ঘুরছিল। তখন আমার আত্মবিশ্বাস তুঙ্গে। আমি দৃঢ়বিশ্বাস ছিল যে একে ক্ষেপণাস্ত্র ও বন্দুক উভয়টি দিয়েই ঘায়েল করতে পারব। আমার বিমানটিকে ঠিক পজিশনে নিয়ে গুলি ছুঁড়লাম। সেকেন্ডের মধ্যে দেখলাম, শত্রু বিমানের লেজে আগুন ধরে গেছে। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে ঘাঁটিতে ফিরে গেলাম।
অবশ্য, আফগান বিমানবাহিনী মাত্র একটি বিমান হারানোর কথা স্বীকার করেছিল। তবে এরপর থেকৈ উদ্বাস্তু শিবিরগুলোতে বিমান হামলা বেশ কমে যায়। অধিকন্তু আফগান স২-২২ রক্ষার জন্য সোভিয়েত ভিভিএস মোতায়েন করে মিগ-২৩ এমএলডি জঙ্গি বিমান।

এক মাস পর কাদরি আবার মিগের মোকাবিলায় নামে। তবে কোনো পক্ষই গুলি করেনি। এর এক বছর পর ১৯৮৭ সালের ১৬ এপ্রিল এফ-১৬ থালের কাছে ড্রাফ সু-২২কে ধাওয়া করে ভুপাতিত করে। স্কোয়াড্রন লিডার বদর-উস-ইসলাম লে. কর্নেল আবদুল জামিলের সুখোইকে গুলি করে ভূপাতিত করেছিলেন। জামিল বিমান থেকে বের হয়ে পাকিস্তানি ভূখণ্ডে অবতরণ করলে তাকে আটক করা হয়।
১৯৮৭ সাল নাগাদ সোভিয়েত রেকর্ডে দেখা যায়, পাকিস্তানি বিমানগুলো আফগান আকাশসীমায় টহল দিচ্ছে, বিশেষ করে সীমান্তের মাত্র ১০ মাইলের মধ্যে থাকা খোশতের মতো অবরুদ্ধ ঘাঁটিগুলোতে আকাশপথে সরবরাহকাজে হয়রানি করারকাজটি করছিল।

১৯৮৭ সালের ৩০ মার্চ দুটি এফ-১৬ একটি এন-২৬ টুইন-টারবোপ্রপ কার্গো বিমানকে খোশতের কাছে আটকে দেয়। দুটি এফ-১৬ই এটিকে লক্ষ্য করে এক মাইল দূর থেকে একটি করে সাইডউইন্ডার নিক্ষেপ করে। কার্গো বিমানটি নিচে বরফঢাকা পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। এতে ৩৯ আরোহীর সবাই নিহত হয়। সঙ্ঘাতের ধারাবাহিকতায় পাকিস্তানি এফ-১৬-এর পাইলটেরা কয়েকটি এমআই-৮ পরিবহন হেলিকপ্টার, আরেকটি এন-২৬ (১৯৮৯ সালে) একটি এন-২৪ পরিবহন বিমান বিধ্বস্ত করে।
তবে পাকিস্তানি বিমানের সুদিনের অবসান ঘটে দুই সপ্তাহ পর। পাকিস্তানের অভ্যন্তরে মুজাহিদদের ঘাঁটিগুলোতে হামলায় নিয়োজিত চারটি মিগ-২৩ বিমানের দিকে ধেয়ে যায় দুটি এফ-১৬। তবে সোভিয়েত লে. কর্নেল পোছিতালকিন তার ইউনিটটিকে দ্রুত ফিরিয়ে নেন সঙ্ঘাত এড়াতে। তবে যাওয়ার সময় তিনি দেখতে পান যে নিচে একটি বিমান জ্বলছে।

সেটি কিন্তু মিগ ছিল না, ছিল এফ-১৬। লে. শাহি সিকান্দারের বিমানটি অসাবধনাতায় বিধ্বস্ত হয়। সেটি নিজের ক্রুর গুলিতেই। সিকান্দার প্যারাসুট দিয়ে আফগান মাটিতে নেমে আসেন। তবে মুজাহিদ বাহিনী তাকে চোরাই পথে পাকিস্তানে নিয়ে আসতে সক্ষম হয়। তবে রাশিয়ার কোনো কোনো সূত্র দাবি করেছে যে সোভিয়েট জেটই তার বিমানটি গুলি করে ভূপাতিত করেছে। কিন্তু আসলে ওইসময় মিগে বিমান থেকে বিমানে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছিল না।

১৯৮৮ সালে সোভিয়েত স্থলবাহিনী আফগানিস্তান ত্যাগ করার সময় ড্রাফ ও সোভেয়ত বিমান ইউনিটগুলো আফগান কমিউনিস্ট সরকাকে রক্ষার জন্য শেষ মরিয়া চেষ্টায় নামে।
৮ আগস্ট কর্নেল আলেক্সান্ডার রাটস্কই সু-২৫ নিয়ে মারানশাহ উদ্বাস্তু ক্যাম্পে নৈশ হামলা চালান। তার চার বিমানের ইউনিটটি মুখোমুখি হয় দুটি এফ-১৬-এ-র। রাটস্কই জোরালোভাবে এফ-১৬-এর দিকে ধাবিত হন। তিনি মনে করেছেলেন যে তিনি যদি পিছু হটেন তবে তাপ-সন্ধানী ক্ষেপণাস্ত্র তার বিমানের পেছনেই আঘাত হানবে। কিন্তু এআইএম-৯এল সব দিক থেকেই আঘাত হানতে সক্ষম ছিল। রাটস্কইয়ের বিমানটি ঠিকই আঘাত হানে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র।

রাটস্কই বিমান থেকে বের হয়ে পাকিস্তানি মাটিতে অবতরণ করেন। তাকে আটক করা হয়। পরে বন্দী বিনিময়ের অংশ হিসেবে তাকে মুক্তি দেয়া হয়। তবে দেশে তাকে বীরের মর্যাদায় গ্রহণ করা হয়।
এর এক মাস পর কুনার উপত্যকায় ঢুকে পড়ে ১২টি সোভিয়েত মিগ-২৩। ৩২ হাজার ফুট উপড়ে উড়তে থাকা এসব বিমান পাকিস্তানি বিমানকে এগিয়ে আসতে প্রলুব্ধ করছিল। তবে মাত্র ১১ হাজার ফুট উপড়ে উড়তে থাকা পাকিস্তানি বিমানগুলোকে তারা দেখতে পায়নি। স্কোয়াড্রন লিডার খালিদ মাহমুদ একটি মিগ-২৩কে লক্ষ করে গুলি করেন। এটি তখনই বিধ্বস্ত না হলেও দেশে ফিরে ক্র্যাশ ল্যান্ডিং করে। দুটি মিগ এরপর আকাশযুদ্ধে মত্ত হয় এফ-১৬-এর সাথে। পাকিস্তানি পাইলটেরা দাবি করেছেন দু্টি মিগ-২৩ ভূপাতিত করার। তবে সোভিয়েত রেকর্ডে এ ধরনের কোনো কথা নেই।

১৯৮৮ সালের ৩ নভেম্বর পাকিস্তান বিমান বাহিনী শেষ বিমানটিকে ভূপাতিত করে। লে. খালিদ মাহমুদ একটি ড্রাফ সু-২এম৪কে বিমানকে গুলি করে ভূপাতিত করে।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us