এমন চালবাজ ট্রাম্প!

নিজস্ব প্রতিবেদক | Apr 22, 2020 04:45 pm
 ট্রাম্প!

ট্রাম্প! - সংগৃহীত

 

আগেই এইচ-১ বি এবং এইচ-২ বি ভিসা বাতিল করার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ৬০ দিনের জন্য গ্রিন কার্ড আবেদনকারীদের অভিবাসন বন্ধ করে দিলো আমেরিকা। করোনা সংক্রমণের জেরে কর্মহীন আমেরিকাবাসীদের কাজ পেতে সাহায্য করবে এই সিদ্ধান্ত। এমনটাই জানিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন একটি সম্পূর্ণ প্রক্রিয়ার পর নির্দেশ হিসেবে আসবে এই অভিবাসন বন্ধের নিয়ম। বৃহস্পতিবার এই নির্দেশে সই করবেন ট্রাম্প। এমনটাই খবর মিলেছে।

আমেরিকায় প্রায় ৪৩ হাজারেরও বেশি মানুষ এই করোনা সংক্রমণের জেরে প্রাণ হারিয়েছেন। কাজ হারিয়েছে অগণিত। সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানিয়েছেন, তার এই পদক্ষেপ কর্মহীন আমেরিকাবাসীদের সাহায্য করবে। তিনি বলেছেন, "অভিবাসন স্থগিত রাখার দরুন কর্মহীন আমেরিকানরা কাজ পাবে। এই স্থগিতাদেশ ৬০ দিনের জন্য বহাল থাকবে এবং অর্থনীতির অবস্থা দেখে এর সময়কাল বাড়ানো হতে পারে।" তবে ট্রাম্প এ-ও জানিয়েছেন যারা সাময়িক সময়ের জন্য আমেরিকা আসতে চাইবেন তাঁদের জন্য নয় এই নির্দেশ। তবে একজন আমেরিকার আধিকারিকের কথা অনুযায়ী এই স্থগিতাদেশ থেকে রেহাই মিলতে পারে স্বাস্থ্য কর্মী ও খামার কর্মীদের। যদিও এই প্রসঙ্গে কোনও সুস্পষ্ট বক্তব্য মেলেনি এখনো।

তবে এই সিদ্ধান্তের প্রসঙ্গে টেক্সাসের ডেমোক্রেটিক রাজনীতিবিদ জোয়াকুইন কাস্ট্রো জানিয়েছেন, এই পদক্ষেপ ট্রাম্পের করোনা মোকাবিলায় ব্যর্থতা ঢাকতে একটি কৌশল। টুইট করে ট্রাম্পের কড়া নিন্দা করে কাস্ট্রো লিখেছেন, করোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছেন ট্রাম্প। এর আগেও ইউএস টেক ওয়ার্কার্স নামে একটি বেসরকারি সংস্থার আর্জি মেনে এইচ-১ বি ও এইচ-২ বি ভিসা বাতিল করার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের এই সিদ্ধান্ত। উভয় ক্ষেত্রেই তার বক্তব্য এই সিদ্ধান্তগুলো সাহায্য করবে আমেরিকাবাসীদের। তাহলে কি একের পর এক এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আমেরিকাবাসীদের মন জয় করে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে নিজের মসনদ পাকাপাকি করার চেষ্টা করছেন ট্রাম্প!

বিশ্বের এরকম কঠোর পরিস্থিতিতেও এই জল্পনা তুঙ্গে।

কিমের অসুস্থতা নিশ্চিত না হয়েও সুস্থতা কামনা করছেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরীয় নেতা কিম জং উনের সুস্থতা কামনা করেছেন। তবে, কিমের স্বাস্থ্য নিয়ে সরাসরি কোনো মন্তব্য তিনি করেননি।


সম্প্রতি খবর বেরিয়েছে কিমের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে এবং তার অবস্থা জটিল। তিনি চিকিৎসা নিচ্ছেন।

এ প্রেক্ষিতে মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি কেবল তার সুস্থতা কামনা করতে পারি।

তিনি আরো বলেন, আমি কেবল আশা করতে পারি তিনি সুস্থ হয়ে উঠবেন। তার অসুস্থতা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা যদি সত্য হয় তবে, তার অবস্থা খুবই মারাত্মক।

কিমের স্বাস্থ্য নিয়ে তার কাছে সরাসরি কোনো তথ্য আছে কিনা এমন প্রশ্নের জবাবে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। বরং ট্রাম্প বলেছেন, তিনি প্রকাশিত খবর থেকেই কিমের স্বাস্থ্য সম্পর্কে জানতে পেরেছেন।

তবে, এসব খবর সত্য কিনা সে সম্পর্কে তিনি কিছু জানেন না বলেও উল্লেখ করেন।

গত ১৫ এপ্রিল কিমের দাদা ও দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সুঙের জন্মদিনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কিম জং উনকে দেখা যায়নি।
তার এ অনুপস্থিতি নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা।

উত্তর কোরিয়ার পক্ষত্যাগকারীদের মিডিয়া অনলাইন ডেইলি এনকে’র খবরে বলা হয়, হৎপিন্ডে অস্ত্রোপচারের পর নর্থ পিয়ংগাও প্রদেশে কিমের চিকিৎসা চলছে। তবে, এ খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, সিএনএন একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, ওয়াশিংটন একটি গোয়েন্দা তথ্য খতিয়ে দেখছে যেখানে বলা হয়েছে অস্ত্রোপচারের পর কিম বিপদজনক অবস্থায় আছেন। যদিও খবরে কোনো গোয়েন্দা সূত্রে এ তথ্য পাওয়া গেছে তা বলা হয়নি।

দক্ষিণ কোরিয়া এসব খবরের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছে।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us