জ্বর হলেই করোনার আতঙ্ক! জেনে নিন ইনফ্লুয়েঞ্জার ৫ উপসর্গ

নিজস্ব প্রতিবেদক | Jun 13, 2020 09:12 am
জ্বর হলেই আতঙ্ক!

জ্বর হলেই আতঙ্ক! - প্রতীকী ছবি

 

গ্রীষ্মের বেজায় গরম, তার ওপরে আসতে চলেছে বর্ষাকাল। আবহাওয়ার এই পরিবর্তনে দেখা দেবে ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব। সর্দি, কাশি, গলাব্যথা নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে অনেকেরই। কিন্তু এই করোনা ভাইরাসের সময় ইনফ্লুয়েঞ্জা জ্বর, সর্দি, কাশিকে অনেকেই গুলিয়ে ফেলছেন কোভিড-১৯-এর সঙ্গে। যার ফলে বহু মানুষ ভুগছেন আতঙ্কে। কারণ, সাধারণ ফ্লু- এর সঙ্গে যে এ বছর যুক্ত হয়েছে করোনার বাড়তি ভয়।

বিশেষজ্ঞদের মতে, আবহাওয়া পরিবর্তনের সময়ই দেখা দেয় এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। প্রতিবছরের মতো এবছরও সেই নিয়মের ব্যতিক্রম হয়তো হবে না, অনেকেই আক্রান্ত হবেন ইনফ্লুয়েঞ্জায়। তবে ভয়ের কিছু নেই। এই সাধারণ জ্বর দুই থেকে তিন দিনের মধ্যেই সেরে উঠবে। খুব বেশি হলে চার থেকে পাঁচ দিন সময় লাগে। আর এই জ্বরের ফলে হওয়া শারীরিক দুর্বলতাও সেরে উঠবে কয়ে কদিনের মধ্যে। কিন্তু ৪-৫ দিন পর যদি এই জ্বর, সর্দি, কাশি না কমে বা উপসর্গগুলো বাড়তে শুরু করে তবে চিকিৎসকের পরামর্শ নিন এবং কোভিডের পরীক্ষা করান।

নিম্নোক্ত উপসর্গ থেকেই বুঝতে পারবেন আপনি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা আক্রান্ত কিনা।

ইনফ্লুয়েঞ্জার উপসর্গ

১) এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে হালকা থেকে মাঝারি জ্বর ও গা ম্যাজম্যাজে ভাব দেখা দেয়।
২) এই জ্বর সাধারণত দুই থেকে তিন দিন বা খুব বেশি হলে চার থেকে পাঁচ দিনের মধ্যে সেরে ওঠে।
৩) সামান্য সর্দি ভাব, কখনো কখনো আবার নাক দিয়ে পানি পড়ে।
৪) এই সমস্ত কিছুর সঙ্গে হাঁচি এবং হালকা কাশিও থাকে।
৫) সারা গায়ে ব্যথা।

ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ কিছু সাবধানতা অবলম্বন করলেই ইনফ্লুয়েঞ্জাকে এড়াতে পারেন।

১) একটি রিপোর্ট অনুযায়ী, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এই ফ্লু এড়ানোর জন্য একটি ভ্যাকসিন নেয়ার পরামর্শ দিয়েছে। এই ভ্যাকসিন নিলে সহজেই এড়ানো সম্ভব।

২) যাদের হয়েছে তাদের থেকে দূরে থাকুন। যদি ওই ব্যক্তির সংস্পর্শে আসেন তবে মুখে মাস্ক ব্যবহার করুন।

৩) যাদের বিভিন্ন কঠিন রোগ যেমন, হার্টের সমস্যা, ফুসফুস, কিডনি বা লিভারের সমস্যা ও হাঁপানির সমস্যা আছে তারা এই সময়ে নিয়মিত মাস্ক ব্যবহার করুন।

৪) বয়স্করা এবং প্রসূতিরাও নিয়মিত মাস্ক ব্যবহার করুন এবং নিজের যত্ন নিন।

৫) ধুলোবালি থেকে দূরে থাকুন।

৬) হাত না ধুয়ে চোখে, নাকে এবং মুখে হাত দেবেন না।

৭) পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। প্রতিদিন নিজে পরিষ্কার থাকার পাশাপাশি নিজের বাসস্থান ও তার চারদিক পরিষ্কার রাখুন।

ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হলে কী করবেন

১) ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খান এবং সঠিক চিকিৎসা করুন।

২) দুর্বল ভাব দূর করার জন্য মাল্টি-ভিটামিন খান।

৩) সর্বদা মাস্ক পরে থাকুন।

৪) হাঁচি বা কাশির সময় টিস্যু ব্যবহার করুন এবং টিস্যুটি ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলুন।

৫) দিনে তিন থেকে চার বার গরম পানির ভাপ নিন এবং গার্গলিং করুন।

৬) হালকা ও সূপ জাতীয় তরল খাবার খান।
৭) জ্বর হলে নিজে আলাদা ঘরে থাকুন, বাড়ির অন্যান্য সদস্যের সংস্পর্শে আসবেন না।

সূত্র : বোল্ডস্কাই


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us