শুভ জন্মদিন প্রিয়তমা

আরিফুল ইসলাম মোমিন | Jun 24, 2023 01:50 pm
শুভ জন্মদিন প্রিয়তমা

শুভ জন্মদিন প্রিয়তমা - ছবি : সংগ্রহ

 

গ্রিক গণিতবিদ্যার বিচারে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর নাম বেলা হাদিদ! আমার গণিতবিদ্যার বিচারে তুমি।

অন্যদিকে গ্রিক পুরাণ অনুসারে আফ্রোদিতি হলো ভালোবাসা, সৌন্দর্য, চিরযৌবনের রানি। আবার গ্রিক মহাকবি হোমারের বিখ্যাত মহাকাব্য 'ইলিয়াড' তার অনুসারে সর্বনাশা রূপ-লাবণ্যের অধিকারিণী অনিন্দ্য সুন্দরী হেলেন! অন্যদিকে ক্লিওপেট্রা যাকে বিউটি কুইন বলা হয়। পৃথিবীতে প্রেমিকরা প্রিয়তমার সৌন্দর্যের উপমা দিতে গিয়ে ‘ক্লিওপেট্রার মতো সুন্দর’ বলা হয় তার নাম নিয়ে। তাদের অপার সৌন্দর্যে মোহিত হয়েছেন ইতিহাসের অনেক বীর সেনা।

তাদের সৌন্দর্যের রূপকথার গল্প, উপন্যাস পড়তে পড়তে নিজের মনের ক্যানভাসে নিজের রানির ছবি এঁকেছি অজস্রবার! কোনো একদিন এমন সৌন্দর্যের রানি এসে আমার জীবনের পূর্ণতা দিবে এই ভেবে। অবশেষে সত্যিই মনের ক্যানভাসে আঁকা সেই ছবিগুলো যেন বাস্তবে ধরা দিয়েছে তোমাকে পেয়ে!

আমার প্রিয়তমা স্ত্রী, সৃষ্টিকর্তার অপার সৃষ্টি তুমি, আল্লাহ তোমাকে অপার সৌন্দর্য দিয়ে গড়েছে যেন। জগৎ বিখ্যাত কিংবদন্তী শিল্পী ভিনসেন্ট ভ্যান গগ কিংবা রেনেসাঁ মানব লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত আকর্ষণীয় চিত্রকর্মের দিকে চিত্রকর্ম পিপাসুরা যেভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আমিও ঠিক সেভাবেই মুগ্ধ হয়ে সারাটাদিন তোমাকে দেখি অবাক বিস্ময়ে।

আমি মন্ত্রমুগ্ধের মতো সুধা নিই। আমি অপলক চেয়ে থাকি; প্রেমে পড়ি; স্বপ্নের শিল্পিত জগত হয়ে উঠে তোমার মুখ।
আমি শব্দ খুঁজি নজরুলে, বুদ্ধদেবে, জীবনানন্দে-
আরো শব্দের জন্য হাত বাড়াই মধুসূদন, রবীন্দ্রনাথে; শিল্পজোট গড়ে দিতে সবুজ তরুণ চোখকে ডুবিয়ে দিই চণ্ডীদাস, কালিদাস আর সহজিয়াদের শিল্পিত মানসে।
তোমার চোখের চাহনির এত উজ্জ্বলতা! তোমাকে অন্তত একবার না দেখলে আমি অন্ধই থেকে যেতাম।

ভেনিস, রোম, প্রাগ, প্যারিস, বুদাপেস্ট, ইস্তাম্বুল, মাতেরা, তালিন, হাকোনে, শ্রীনগর, নান্দনিক শহরগুলোর সৌন্দর্য যেন ম্লান হয়ে যায় তোমার সৌন্দর্যের কাছে!

হযরত ওমর রা. বলেছেন, ঈমানের পরে চরিত্রবান স্ত্রী লাভ করা বিরাট বড় নিয়ামত। আল্লাহপাক ওই নিয়ামতের ভাগীদার বানিয়েছেন আমাকে। সবাই এমন সহধর্মিণী পাই না, যা আমি পেয়েছি। আমি শুধু একজন সহধর্মিণী বা শুধুই একজন স্ত্রী পাইনি, বরং পেয়েছি এক চির-জীবনের সঙ্গী, যত্নশীল একজন বন্ধু। সহধর্মিণী বাইজেন্টাইন সম্রাজ্ঞীর মতো তোমাকে ঘিরে থাক পৃথিবীর সমস্ত সুখ তুমি অনিন্দ্য সুন্দরী হয়ে ওঠো তোমার সৃষ্টিতে।

আমার প্রিয়তমা সুন্দরীতমা স্ত্রী,
বিস্ময় তুমি, সুন্দর তুমি, আশ্চর্য তুমি!
অবাক আমি, বার বার - বারে বার
একজন তুমি, তুমি শক্তি আমার
আবারো বার বার- বারে বার

তোমাকে ভালোবাসা, সাথে শ্রদ্ধা
আবারো সেই বার বার - বারে বার
শুভ দিন আজ, শুভ জন্মদিন তোমার
আসুক বার বার - বারে বার।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us