ভয়াবহ রোগ হোয়াটসঅ্যাপাইটিস

অন্য দিগন্ত ডেস্ক | Jan 27, 2020 09:38 pm
ভয়াবহ রোগ হোয়াটসঅ্যাপাইটিস

ভয়াবহ রোগ হোয়াটসঅ্যাপাইটিস - ছবি : সংগৃহীত

 

দুনিয়াতে রোগের তো শেষ নেই। প্রায়ই ভয়াবহ কোনো না কোনো রোগের কথা শোনা যায। এর মধ্যেই সারা দুনিয়া যে আরেকটি ভয়াবহ রোগে আক্রান্ত, তার খবর রাখে ক’জন? আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি ঘনঘন, তারাই এই রোগে আক্রান্ত্র হই সবচেয়ে বেশি। অধিকাংশই আবার ঠিক জানিনা কোন রোগের শিকার আমরা। রোগের নাম হোয়াটসঅ্যাপাইটিস। ঘনঘন মোবাইল ফোনে টাইপ করতে করতে হাতের আঙুল অবশ হয়ে আসে না আমাদের? আসে তো? ব্যথা করতে থাকে আঙুলের ডগা। ওইটিই হলো হোয়াটসঅ্যাপাইটিস।

রোগের নামটি বেশ চমৎকার না? ২০১৪ সালে প্রথম একটি মেডিক্যাল জার্নালে এই শব্দটি ব্যবহার করা হয়েছিল। ৩৪ বছরের এক রোগী প্রথম জানিয়েছিলেন তার কব্জির যন্ত্রণার কথা। টানা ছয় ঘণ্টা ১৩০ গ্রাম ওজনের একটি মোবাইল হাতে নিয়ে ব্যবহার করছিলেন ওই মহিলা। ওই ছ’ঘন্টা এক নাগাড়ে দু’হাতের বুড়ো আঙুল দিয়ে মেসেজ করেছিলেন ওই মহিলা।

১৯৯০ সালে একই ধরনের এক রোগের কথা শোনা গিয়েছিল, ভিডিও গেম একটানা খেলা থেকেই ওই রোগের সূত্রপাত।

সিকে বিড়লা হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডঃ দেবাশিস চন্দ জানালেন বিশ্ব জুড়ে মহিলাদেরই হোয়াটসঅ্যাপাইটিস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। ১০ জনের মধ্যে মাত্র ২ জন রোগী এক্ষেত্রে বুঝতে পারছেন, যে তার হোয়াটসঅ্যাপাইটিস হয়েছে।

হোয়াটসঅ্যাপাইটিস-এর লক্ষণগুলো কী?

আঙুলের ডগা দুর্বল হয়ে যাওয়া

আঙুল লক হয়ে যাওয়া

আঙুলের জয়েন্টে ব্যথা হওয়া

কব্জিতে ব্যথা হওয়া

হোয়াটসঅ্যাপাইটিস হলে কী করবেন?

ওপরে উল্লিখিত লক্ষণগুলো আপনার হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। অধিকাংশ ক্ষেত্রে ওষুধেই সেরে যাবে হোয়াটসঅ্যাপাইটিস। প্রদাহ কমে এমন মাসল রিলাক্সান্ট দিতে পারেন চিকিৎসক। কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি হলে ফিজিওথেরাপি করতে হতে পারে।

এছাড়া যা করণীয়

মোবাইলে স্ক্রল এবং টাইপ করা যথাসম্ভব কমান

একান্ত টাইপ করতে হলে কোনও একটা হাতে না করে দুটো হাতেই সমান ব্যবহার করুন

এক নাগাড়ে টানা ১৫ থেকে ২০ মিনিটের বেশি স্মার্ট ফোন ব্যভার করবেন না

মেসেজ পাঠাতে গেলে টানা টাইপ না করে ভয়েজ মেসেজ পাঠান।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us