কিয়ামতের একটি উদাহরণ

মুফতি ইসমাইল মেন্ক | Apr 12, 2020 06:59 am
কিয়ামতের একটি উদাহরণ

কিয়ামতের একটি উদাহরণ - সংগৃহীত

 

এক হাদিসে এসেছে, কেয়ামতের আলামতের আরেকটি উদাহরণ হলো সময় সঙ্কুুচিত হয়ে যাবে। আপনারা কি জানেন, সময় সঙ্কুুচিত হওয়ার অর্থ কী? অনেক বছর আগে যখন আমি ছোট ছিলাম, দিন শুরু হতো অনেক আগে। আর দুপুরের আগে আমরা অনেক কাজ শেষ করে ফেলতাম। আর দিন শেষ করতাম অনেক অনেক কাজ করার মধ্য দিয়ে। আজ আমাদের সপ্তাহ পার হয়ে যায়, অথচ অর্জন করতে পারি না, যা আমরা আগে একদিনে অর্জন করতে পারতাম। এর কারণ হচ্ছে, সময়ের কোনো বরকত নেই, কোনো রহমত নেই। সময় সঙ্কুচিত হওয়ার আরেকটি মানে হলো, বছর পার হবে একটি মাসের মতো। মাস পার হবে একটি সপ্তাহের মতো, সপ্তাহ পার হবে একটি দিনের মতো, দিন পার হবে একটি ঘণ্টার মতো, ঘণ্টা পার হবে একটি মিনিটের মতো আর মিনিট পার হবে একটি সেকেন্ডের মতো। এটাই হলো সময়ের সঙ্কোচন। রাসূল সা: যে ভবিষ্যদ্বাণী করেছেন, আমরা তার মধ্যে দিয়েই পার হচ্ছি। প্রত্যেক রমজান পার হচ্ছে আগের রমজানের চেয়ে দ্রুত গতিতে। রমজানের চাঁদ দেখতে দেখতেই ঈদের চাঁদ উঠে যায়। এটাও কেয়ামতের আলামত।


কেয়ামতের আরেকটি আলামত হলো, লোকেরা বেশি বেশি তর্কবিতর্কে জড়িয়ে পড়বে শুধু চাঁদ দেখা নিয়ে। চাঁদ খুব বড় হয়ে উঠেছে। এই নিয়ে লোকেরা বিভক্ত হয়ে পড়বে। লোকেরা তর্কবিতর্ক করবে এই বলে যে, এটা প্রথম দিনের চাঁদ নাকি দ্বিতীয় দিনের চাঁদ। এই চাঁদের কারণে লোকেরা বিভক্ত হয়ে পড়বে। এই বিভক্তি শুধু বাহ্যিক কারণেই কিন্তু না, অন্তরেও তারা বিভক্ত হয়ে যাবে। অথচ একই দিনে ঈদ পালন করলেই কি ঐক্য হয়ে যায়? ঐক্য হবে তখনই, যখন প্রত্যেকে মনে করবে যে, আমার নিজের চেয়ে অন্যের প্রয়োজনটা বেশি। তাদের প্রয়োজনে পাশে দাঁড়ানো আমার কর্তব্য। যখন আপনি এটা বিশ্বাস করবেন, তখন এক সেকেন্ডের মধ্যে ঐক্য সৃষ্টি হয়ে যাবে। আমাদের সমস্যা হলো আমরা শুধু নিজেদের নিয়েই ভাবি। এটাও কেয়ামতের একটা লক্ষণ। রাসূলুল্লাহ সা: বলেন, লোকেরা যাদেরকে চিনে তাদেরকেই শুধু সালাম দিবে। আজকের দিনে আমরা কুশল বিনিময় করি না। আমরা সালাম দেই গাড়িকে। গাড়িটি খুব সুন্দর। অথচ ভেতরে যিনি বসা আছেন, তিনি কখনো পাঁচটা টাকা হাত বাড়িয়ে কাউকে দেন না।

অধিকার বঞ্চিতদের সাথে আপনি কিছু সময় দেন। তাদের সাথে হাসি মুখে কথা বলুন। এমন কোনো কথা বলবেন না, যা শুনে তারা কষ্ট পায়। ‘ভাই, আপনি কেমন আছেন, আপনার খবর কী? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ’Ñ এভাবে কথা বলাবলি আজকাল কয়জনে করে? আজকের দিনে আরেকটি সমস্যা হলো আমরা বিরক্ত করি তাকে যার সম্পর্কে আমরা জানি। পরিচিত পেলেই হাত পেতে টাকা ধার চাই। আর টাকা পাওয়ার আশায় তাকে সালাম দেই। স্বার্থ ছাড়া কেউ কাউকে সালাম দেয় না। বলেÑ আমি তাকে সালাম দিলে সে আমার কাছে সুবিধা চেয়ে বসে। কেউ আমার দোকানে ঢুকলে আমি অন্য পথে পালিয়ে যাই। কারণ, আমি জানি, ওই লোক আমার কাছে ডিস্কাউন্ট চাইবে। তাই কখনো আপনি বিনা কারণে ডিসকাউন্ট চাইবেন না। কখনো বিনা কারণে অন্যকে নিজের বোঝা মনে করবেন না। আর যখন আপনি তার দোকানে যাবেন, আপনি পুরোপুরি মূল্য পরিশোধ করবেন। আর সে যখন আপনার দোকানে আসবে, সেও পুরোপুরি মূল্য দিয়ে পণ্য নিয়ে যাবে।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us