'আমরা এখন কেয়ামতের জীবন্ত আলামত হয়ে গেছি'

মুফতি ইসমাইল মেন্ক | Apr 12, 2020 07:02 am
'আমরা এখন কেয়ামতের জীবন্ত আলামত হয়ে গেছি'

'আমরা এখন কেয়ামতের জীবন্ত আলামত হয়ে গেছি' - সংগৃহীত

 

একে অন্যকে ভালোবাসুন। দুই টাকা পাঁচ টাকা ডিসকাউন্টের জন্য একে অন্যের সালাম বিনিময় বন্ধ করবেন না। পারিবারিক সমস্যা নিয়েও অনেক সময় আপনি আপনার ভাইয়ের সাথে বোনের সাথে কথা বলা বন্ধ করে দেন। কেন? এটাও কেয়ামতের আলামত। আমরা এখন কেয়ামতের জীবন্ত আলামত হয়ে গেছি। আপনি নিজে যদি বহু বছর যাবৎ পরিবারের লোকদের সাথে কথা বলা বন্ধ রাখেন, তাহলে আপনিই কেয়ামতের নিদর্শন। পরিবারের সাথে ভালো ব্যবহার করুন। সমস্যা থাকলে মিটিয়ে ফেলার উদ্যোগ নিন। আপনি ধনী লোককে সালাম দিন। কিন্তু গরিব বা অধিকার বঞ্চিতদের সালাম দেন না। এটাও কেয়ামতের আলামত। কুশল বিনিময় করুন সময় নিয়ে, যদিও সে শিশু হয়। রাসূল সা:-এর একটি সুন্নাহ হলো, তিনি একটু বেশি সময় কাটাতেন শিশুদের সাথে।

পরে দেখা গেছে, সেই সব শিশু পৃথিবীর সেরা হয়েছিল। তাদের মনে পাহাড় সমান আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছিল। আপনি যখন নিজে বড় হয়েও ছোটদের সালাম দিবেন, তাকে অভিনন্দন জানাবেন, তখন শিশুর আত্মবিশ্বাস বেড়ে যাবে। অথচ আজকের দিনে আমরা অন্যের শিশুকে বাঁকা চোখে দেখি। তাদের হেয় করার চেষ্টা করি। সে কারণে অন্যরাও আমার সন্তানকে হেয় চোখেদেখে। এ কারণেই আজকের দিনের নেতাদের দেখেন, তারা হীনম্মন্যতায় ভোগেন এবং একে অন্যের সাথে সংঘর্ষে লিপ্ত হন। কেয়ামতের আলামত এটাও।

রাসূল সা: বলেছেন, লোকেরা মসজিদে সালাত আদায় করবে; কিন্তু একজন লোকও সালাতে মনোনিবেশ করতে পারবে না। কেয়ামতের আগে একনিষ্ঠ হয়ে সালাত আদায়ের যোগ্যতা তুলে নেয়া হবে। লোকদের মাথা ভরা থাকবে অপ্রয়োজনীয় জিনিসে। টেলিফোনের আলাপে, কম্পিউটার গেম, অপ্রয়োজনীয় খোশগল্পে ভরা থাকবে সবার মাথা। পাপ আমাদের পুরো সালাতের মাধুর্য নষ্ট করে দিবে। এটা কেয়ামতের আলামত।

রাসূল সা: বলেছেন, শিগগিরই অন্যান্য জাতি মিলে তোমাদের এমনভাবে ঘিরে ধরবে যেন একদল নেকড়ে একখণ্ড মাংসপিণ্ডের চার দিকে অবস্থান করছে। অর্থাৎ অন্য জাতি আসবে এবং মুসলমানদের আক্রমণ করবে। আজ আমরা এটাই দেখতে পাচ্ছি। কিছু দেশ আছে যেখানে মুসলমানদের প্রবেশ করতে দেয়া হয় না। শুধু মুসলমান নাম ও মুসলিম পরিচয়ের কারণে। রাসূল সা:-এর একটি হাদিস আছে যেখানে বর্ণনা করা হয়েছে, ‘এমন দিন আসবে যখন একখণ্ড আগুন হাতের মুঠোয় ধরে রাখার মতোই কঠিন হয়ে পড়বে ঈমান ধরে রাখা।’ আজ আপনি হিজাব পরে নিজের বাড়িতে ঢুকুন। আপনার পিতা বলবেন, মা এখনো তুমি অনেক ছোট, তোমার হিজাব পরার দরকার নেই। আপনার ওই পিতাই হলো কেয়ামতের আলামত।

আজ ঈমান ধরে রাখা বড় কঠিন। আপনি দাঁড়ি রাখছেন, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। হিজাব পরছেন, নিজের লোকেরাই আপনাকে বাঁকা চোখে দেখবে। আজ যদি আপনি কোনো পার্টিতে যেতে না চান তা হলে আপনার আত্মীয়রাই বলবেন, মানুষটা বড় সেকেলে, বড় কট্টরপন্থী হয়ে যাচ্ছে। এটাই হলো কেয়ামতের আলামত। কেয়ামতের যেসব আলামত আমরা এখন দেখতে পাচ্ছি, সেসব আলামত চিনুন এবং বুঝে চলার চেষ্টা করুন যেন আলামতগুলো আমাদের সমাজে ফুটে না উঠে। আল্লাহর সন্তুষ্টিকেই প্রাধান্য দেয়ার চেষ্টা করুন।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us