একটি গরুর দাম ৩ কোটি টাকা!

অন্য এক দিগন্ত ডেস্ক | Feb 17, 2021 06:08 pm
একটি গরুর দাম ৩ কোটি টাকা!

একটি গরুর দাম ৩ কোটি টাকা! - ছবি সংগৃহীত

 

চার মাস বয়সী একটি গরু কত দামে বিক্রি হতে পারে? মাথা চুলকে ভেবেও সঠিক উত্তর দিতে পারবেন না। এই গরুর দাম শুনলে চোখ কপালে উঠবেই। নিলামে গরুটির দাম উঠেছে তিন কোটি টাকারও বেশি!

গরুটির নাম পস স্পাইস। বয়স মাত্র ৪ মাস। মধ্য ইংল্যান্ডে জন্ম তার। নিলামে তার দাম উঠেছে বাংলাদেশী মুদ্রায় তিন কোটি টাকা।

দামের নিরিখে ইতিমধ্যে বিশ্বরেকর্ড করে ফেলেছে গরুটি। এর আগে এত দামে কোনও গরু বিক্রি হয়নি। ভিক্টোরিয়া বেকহ্যামের ভক্ত এই গরুর মালিক। সেই কারণে জন্মের পর এর নামও রাখেন পস স্পাইস। গায়িকা ভিক্টোরিয়া বেকহ্যাম প্রথমে ‘স্পাইস গার্লস’-এর সঙ্গে যুক্ত ছিলেন। স্পাইস গার্লস একটি গানের ব্যান্ড। এই ব্যান্ডের হয়েই গান করতেন ভিক্টোরিয়া। তখন তিনি পরিচিত ছিলেন পস স্পাইস হিসাবে।

এই গরুটির মায়ের নাম ছিল জিঞ্জার স্পাইস। জিঞ্জার স্পাইসও স্পাইস গার্লস-এর এক গায়িকার নাম ছিল। ক্রিস্টাইন উইলিয়ামস এবং তাঁর মৃত বাবা ডন দু’জনে মিলে গরুর খামার তৈরি করেছিলেন। ১৯৮৯ সাল থেকে খামারটি চালু হয়েছে।

খামারের গরু প্রতি বছরই নিলাম হয়। এ বছরও হয়েছে। এ বছর যে দাম উঠেছে তা কোনো বছর ওঠেনি। ক্রিস্টাইনের কাছে এটা স্বপ্নের মতো। এত দাম দিয়ে কে কিনলেন গরুটি? ম্যাঞ্চেস্টার এবং কামব্রিয়ার কয়েক জন গবাদি পশু কারবারিদের যৌথ উদ্যোগে গরুটি কেনা হয়েছে।

তবে তারা গরুটিকে ফের নিলামে বিক্রি করে লাভ করবেন, না অন্য কিছু করবেন কি না তা জানা যায়নি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


চীনে নকল করোনা টিকা বিক্রি, ৭০ জন গ্রেফতার
চীনে নকল করোনাভাইরাস টিকা বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক দলের এক নেতাসহ ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷

প্রতারক দলের নেতা কং আসল টিকা কী করে প্যাকেটজাত করতে হয় সে বিষয়ে পড়াশোনা করে স্যালাইনের দ্রবণ ও পানি মিশিয়ে ৫৮ হাজারের বেশি জাল টিকা তৈরি করেছিল ৷ সেই টিকার একটি ব্যাচ বিদেশে পাচার হলেও কোন দেশ সেগুলো নিয়েছে তা জানা যায়নি৷ তাছাড়া একই ধরনের অপরাধে গ্রেফতার হয়েছে ৭০ জন, কং তাদের অন্যতম৷ জাল ভ্যাকসিনের মূলোৎপাটনে বেইজিংয়ের প্রতিশ্রুতির পর ২০ টি মামলার বেশিরভাগই গত বছরের হলেও সেগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ পায় চলতি সপ্তাহে৷

আদালতের নথি অনুযায়ী, কং ও তার দল গত বছরের আগস্ট থেকে স্যালাইনের দ্রবণ ও পানি সিরিঞ্জে ভরে সেগুলোকে কোভিড-১৯ ভ্যাকসিন হিসেবে বিক্রি করে ২৭ লাখ ৮০ হাজার ডলার লাভ করেছে৷ জাল টিকার ৬০০ ডোজের একটি ব্যাচ বিদেশে পাচারের আগে হংকংয়ে পাঠানো হয়৷ এবং ‘সত্যিকারের উৎপাদকদের' কাছ থেকে ‘অভ্যন্তরীণ চ্যানেলে' সংগ্রহ করা হয়েছে দাবি করে জাল টিকাগুলো বিক্রি করা হয়৷ বেশি দামে ভুয়া টিকা বিক্রি, নিজস্ব টিকাদান কর্মসূচি ও ‘গ্রাম্য চিকিৎসকদের' মাধ্যমে বাড়ি-গাড়িতে লোকজনকে জাল টিকা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে অন্য মামলাগুলোতে৷ চীনের সুপ্রিম পিপলস প্রকিউরেটোরেট এসব প্রতারণা বন্ধে পুলিশকে সহায়তা করতে আঞ্চলিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে৷ গত ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ কোটি লোককে কোভিড-১৯ টিকা দেওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত মাত্র ৪ কোটি লোককে টিকা দেওয়া সম্ভব হয়েছে৷

কঠোর লকডাউন, ব্যাপক শনাক্তকরণ পরীক্ষা এবং আক্রান্তদের সংস্পর্শে আসাদের চিহ্নিত করার মাধ্যমে মহামারি অনেকখানি নিয়ন্ত্রণেই রেখেছে এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশ চীন৷

সূত্র : ডয়চে ভেলে


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us