যা বললেন সাকিব

অন্য এক দিগন্ত | Feb 19, 2021 05:45 pm
সাকিব

সাকিব - ছবি : সংগৃহীত

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে আবারো কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেছিলেন সাকিব। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর দু’মৌসুম সানরাইজার্স হায়দারাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। তবে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমেই সাকিবকে ছেড়ে দেয় হায়দারাবাদ।
কিন্তু গেল বছর নিষেধাজ্ঞা শেষ হওয়ায়, আইপিএলের আগামী আসরের নিলামে নাম উঠে সাকিবের। গতকাল হওয়া নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে পুনরায় দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি।

নিলামে সাকিবকে দলে পেতে বলিউডের দুই তারকা শাহরুখ খানের কেকেআর ও প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের মধ্যে লড়াই হয়। সেখানে জয় পায় কেকেআর।
পুনরায় কেকেআরে ফিরতে পেরে উচ্ছসিত সাকিব। গতরাতে একটি আইসক্রিম কোম্পানির প্রচারনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসেছিলেন তিনি। এ সময় পুনরায় কেকেআরে ফিরতে পারায় সাকিবের অনুভূতি জানতে চান ভক্তরা।

ভক্তদের প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘অবশ্যই আমি রোমাঞ্চিত, আবারো কেকেআরের হয়ে খেলতে পারবো। সবচাইতে সব কথা, ঘরের পাশের মাঠেই খেলতে পারবো। তবে এখনো জানি না, সামনের আইপিএল কোথায় হবে। শুধু মুম্বাইয়ে, নাকি দেশের বাইরে। আগের মত সংযুক্ত আরব আমিরাতে হবে কিনা, নাকি পুরোটা ভারতেই হবে, সেগুলো বুঝতে হবে। তবে কলকাতায় খেলতে পারলে ভালো লাগবে, তাহলে বেশিরভাগ সময় সেখানে থাকা হবে। বাংলাদেশ থেকে বেশি দূরে না। সবই পরিচিত, আমার জন্য বিষয়টা খুবই মজা লাগার মতো।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই নতুন একটা চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয় অনেক ভালো একটা দল আমাদের। কেকেআর দু’বার চ্যাম্পিয়ন হয়েছে, দু’বারই দলের অংশ ছিলাম আমি। চেষ্টা থাকবে আবারো তেমনই কিছু করা। আমার কাছে মনে হয়, এবারের কেকেআর দলটি ভালো। সবকিছুই চ্যালেঞ্জিং হবে। তাই আবারো কেকেআরে ফিরতে পেরে আমি অনেক বেশি উচ্ছসিত।’

মরিস নিজেই বিস্মিত
গতকাল হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস।
চেন্নাইয়ে অনুষ্ঠিত আইপিএলের ১৪তম আসরের নিলামে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে মরিসকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। তার ভিত্তিমূল্য ছিলো ৭৫ লাখ রুপি।
মরিসের আগে আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন ভারতের ওয়ানডে ্িবশ্বকাপ জয়ী অলরাউন্ডার যুবরাজ সিং। ২০১৫ সালে ১৬ কোটি রুপিতে যুবরাজকে দলে নিয়েছিলো দিল্লি ডেয়ারডেভিলস।

আইপিএলের নিলামে নতুন রেকর্ডের মালিক হয়ে অবাক হয়েছেন মরিস নিজেও। দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমি অনেক বেশি খুশি এবং রোমাঞ্চিত। এটা খুবই দারুণ একটি ব্যাপার। আমাকে দলে নেয়ার জন্য রাজস্থান রয়্যালসকে ধন্যবাদ। এবারের রাজস্থানের দলটি খুবই ভাল হয়েছে। আমি ২০১৫ সালে এই দলের হয়ে খেলেছিলাম। আবার এখানে ফিরে আসতে পেরে ভালো লাগছে। দলের জন্য নিজের সেরাটা উজার করে দেবো। আশা করছি দলগতভাবে আমরা এবার ভাল খেলতে পারবো।’

গত মৌসুমে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলুরুর হয়ে খেলেছিলেন মরিস। ৯ ম্যাচে ১১ উইকেট ও ৩৪ রান করেন তিনি। আর ২০১৫ সালে রাজস্থানের হয়ে ১১ ম্যাচে ১৩ উইকেট ও ৭৬ রান করেছিলেন মরিস।
২০১৩ সালে প্রথমবার আইপিএলে খেলতে নামেন মরিস। চেন্নাই সুপার কিংসের হয়ে ঐ আসরে ১৬ ম্যাচে ১৫ উইকেট ও ১৪ রান করেন এই পেসার। আইপিএলের ক্যারিয়ারে ৭০ ম্যাচে ৮০ উইকেট ও ৫৫১ রান করেছেন ৩৪ বছর বয়সী মরিস।

সূত্র : এএফপি


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us