কবি নজরুলের একটি গান ও কিছু কথা

অন্য এক দিগন্ত ডেস্ক | Mar 13, 2021 01:34 pm
কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম - ছবি সংগৃহীত

 

কবি কাজী নজরুল ইসলাম। তার জীবন ও কীর্তি নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে। তাকে নিয়ে প্রচলিত একটি কিংবদন্তি হলো, তিনি মুহূর্তের মধ্যেই এমন কিছু লিখে ফেলতে পারতেন, যা হয়ে ওঠত অনন্য। এখানে এমন একটি মজার গল্প উল্লেখ করা হলো।

কাজী নজরুল ইসলাম তখন থাকেন কেষ্টনগরে। একা নন, সপরিবারে। আর্থিক অবস্থা বেশ শোচনীয়। ছোট ছেলের শরীরটাও ভালো যাচ্ছে না। প্রায়ই টাকা জোগাড়ে বেরতে হয়। না হলে যে হাঁড়ি চড়বে না। এমনই একদিন বিকেলে ঝড়ের বেগে ‘কল্লোল’ পত্রিকার অফিসে ঢুকলেন নজরুল। মুখ দেখেই কল্লোলের সম্পাদক সুরেশচন্দ্র মুখোপাধ্যায় বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। তাকে কিছু বলার অবকাশ না দিয়েই ‘বিদ্রোহী কবি’ শুরু করলেন, ‘শিগগিরই গোটা কয়েক টাকা জোগাড় করে দে, হাঁড়ি আজ শিকে থেকে নামেনি। তোরা যদি টাকার জোগাড় করে দিতে পারিস তাহলে নামবে। আমাকে এখনই কেষ্টনগরে ফিরে যেতে হবে। দেরি করলে চলবে না। ছোট ছেলেটার অসুখ।’

বেশি কিছু বলতে হলো না। টাকা দিলেন সুরেশচন্দ্র। যেমন ঝড়ের বেগে এসেছিলেন, তেমনই বেরিয়ে গেলেন নজরুল। আবার ফিরেও এলেন মুহূর্তের মধ্যে। হাতে একখানি কাগজ। সেটা নৃপেনকৃষ্ণ চট্টোপাধ্যায়ের গায়ের উপর ছুঁড়ে দিয়ে আনমনে বললেন, ‘ভুলে গিয়েছিলাম, ট্রেনে আসতে আসতে লিখে ফেলেছি। দেখিস যদি চলে তো চালিয়ে দিস।’

কাগজটা আসলে ট্রেনের একটা হ্যান্ডবিল। উল্টো দিকে পেন্সিলে কাঁপা কাঁপা হাতে লেখা। পাঠোদ্ধার করে দেখা গেল যে, লেখাটি কাজী নজরুলের বিখ্যাত গান—বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল।

পুরো গানটি এখানে দেয়া হলো

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।
আজো তা'র ফুল কলিদের ঘুম টুটেনি,
তন্দ্রাতে বিলোল।

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।
আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন,
আসেনি, যখন' হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভোল।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।
কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি' আসবে বাহিরে,
কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি' আসবে বাহিরে,
গিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে, রে ঘুম রাঙবে, রে কপোল।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে...

ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙ্গা আসবে ফুলের বান,
ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙ্গা আসবে ফুলের বান,
কুঁড়িদের ওষ্ঠপুটে লুটবে হাসি, ফুটবে গালে টোল।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে...
কবি তুই গন্ধে ভু'লে ডুবলি জলে কূল পেলিনে আর,
ফুলে তোর বুক ভরেছিস, আজকে জলে ভরবে আঁখির কোল।
ফুলে তোর বুক ভরেছিস, আজকে জলে ভরবে আঁখির কোল।।

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।

সূত্র : বর্তমান


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us