জানেন কি বাংলাদেশে ৯৪ প্রজাতির সাপ পাওয়া যায়?

মো: আরাফাত রহমান | Jul 24, 2021 01:49 pm
সাপ

সাপ - ছবি : সংগৃহীত

 

বাংলাদেশে প্রায় ৯০ প্রজাতির সাপ আছে।তবে বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ, ২৫ তম খণ্ডে রেপটিলিয়া শ্রেণিতে স্কোয়ামাটা বর্গে ৭টি পরিবারে ৪৬টি গণে মোট ৯১টি প্রজাতির যেগুলোকে দেশবাসি সাপ বলে ডাকে সেই ৯১টি প্রজাতি এবং বাংলাদেশের সাপের তালিকায় পরবর্তীতে যুক্ত অন্য তিনটি প্রজাতির পরিবারসহ মোট ৯৪টি প্রজাতির নামের তালিকা নিম্নে প্রদান করা হলো :

০১. ব্রাহ্মনী দুমুখো সাপ, ০২. ডায়ার্ডের দুমুখো সাপ, ০৩. জার্ডনের দুমুখো সাপ, ০৪. সুরু দুমুখো সাপ, ০৫. পশ্চিমা আঁচিল সাপ, ০৬. রুসেলের পাতি বালুবোরা, ০৭. দেশি অজগর, ০৮. জালি অজগর , ০৯. পাতি লাউডগা সাপ, ১০. ছোট-নাক লাউডগা সাপ, ১১. হিমালয়ী ধোরা সাপ, ১২. সাইবোল্ডের মাইটা সাপ, ১৩. দাগি ধোরা সাপ, ১৪. পাহাড়ি মাইট্টা সাপ, ১৫. ভেনিং-এর মাইট্টা সাপ, ১৬. ব্যান্ডকাটা রেসার সাপ, ১৭. জলপাইরঙা মাইট্টা সাপ, ১৮. ব্লাইদের সিলেটি সাপ, ১৯. সবুজ ফণিমনসা, ২০. বাংলার ফণিমনসা, ২১. পুবের ফণিমনসা, ২২. চিত্রিত ফণিমনসা, ২৩. খয়েরি ফণিমনসা, ২৪. চোখি ফণিমনসা, ২৫. পাতি ফণিমনসা, ২৬. কুকুরমুখা নোনা বোরা, ২৭. কালনাগিনী, ২৮. পাতি দুধরাজ সাপ, ২৯. তামাটেমাথা দুধরাজ সাপ, ৩০. জলপাইরঙা বেত আঁচড়া, ৩১. ব্যান্ড বেত আঁচড়া, ৩২. পাতি বেত আঁচড়া, ৩৩. দেশি ডিমখোর, ৩৪. দুসুমিরের পাইন্না সাপ, ৩৫. পাতি পাইন্না সাপ, ৩৬. সাইবোল্ডের পাইন্না সাপ, ৩৭. কাকড়াভুক পাইন্না সাপ, ৩৮. উজ্জ্বল প্যারাবন সাপ, ৩৯. মুখোসী পাইন্না সাপ, ৪০. ছোট দাগিগলা সাপ, ৪১. পাতি ঘরগিন্নি সাপ, ৪২. দাগি ঘরগিন্নি সাপ, ৪৩. হলুদ-ছাপ ঘরগিন্নি সাপ, ৪৪. জাউয়ের ঘরগিন্নি সাপ, ৪৫. সবুজ ধোরা/মাইটা সাপ,

৪৬. পাকড়া উদয় কাল, ৪৭. বলয় উদয় কাল, ৪৮. কালো দাগি উদয় কাল, ৪৯. ক্যান্টরের উদয় কাল, ৫০. বাংলার উদয় কাল, ৫১. রাসেলের উদয় কাল, ৫২. মান্দালয় উদয় কাল, ৫৩. লাল বাঁশ সাপ, ৫৪. দার্জিলিং শামুক-খোর, ৫৫. আসামি শামুক-খোর, ৫৬. পাহাড়ি সাপ, ৫৭. ইন্দো-চিনা ধারাজ সাপ, ৫৮. দেশি ধারাজ সাপ, ৫৯. সবুজ ধারাজ সাপ, ৬০. লালগলা সাপ ৬১. ক্যান্টরের কালোমাথা সাপ, ৬২. ডুমেরিলের কালোমাথা সাপ, ৬৩. গুন্থারের সুরু সাপ, ৬৪. আসামি সুরু সাপ, ৬৫. কমলাপেট সুরু সাপ, ৬৬. কালো পেট ধোরা সাপ, ৬৭. নক্সী ধোরা সাপ, ৬৮. পাতি কাল কেউটে , ৬৯. ডোরা কাল কেউটে, ৭০. ছোট কাল কেউটে, ৭১. কালাচ সাপ বা কাল কেউটে, ৭২. ওয়ালের কাল কেউটে, ৭৩. সুরু প্রবাল সাপ, ৭৪. পদ্ম গোখরো,

৭৫. খইয়া গোখরো, ৭৬. রাজ গোখরো, ৭৭. ম্যাক্লেলান্ডের প্রবাল সাপ, ৭৮. ডাউডিনের সামুদ্রিক সাপ, ৭৯. বড়শিনাক সামুদ্রিক সাপ, ৮০. কাল-হলুদ বলয়ে সামুদ্রিক সাপ, ৮১. ডোরা সামুদ্রিক সাপ, ৮২. মোহনা সামুদ্রিক সাপ, ৮৩. বইঠা টেবি সাপ, ৮৪. হলুদমুখো সামুদ্রিক কেউটে, ৮৫. কালোবলয়ী সামুদ্রিক কেউটে, ৮৬. ক্যান্টরের সরুমাথা সামুদ্রিক সাপ, ৮৭. ছোটমাথা সামুদ্রিক সাপ, ৮৮. হলুদপেট রঙিলা সাপ, ৮৯. মালাক্কা সামুদ্রিক সাপ, ৯০. রাসেলের চন্দ্রবোড়া, ৯১. পাহাড়ি বোরা, ৯২. সাদাঠোটি সবুজ বোরা সাপ, ৯৩. দাগিলেজা সবুজ বোরা, এবং ৯৪. লাল ফিতে সবুজ বোরা।

দেশের সহজদৃষ্ট সাপের মধ্যে ঢোঁড়া, ডোরা, ঘরগিন্নী, কুকরী, মেটেসাপ, দুধরাজ সাপ, ফণিমনসা, পাইন্যা বা পানিসাপ, দাঁড়াশ, অজগর, গোখরা ও সামুদ্রিক সাপ। অধিকাংশ সাপ নির্বিষ এবং মানুষের ক্ষতি করে না। এদেশে অতি বিষধর সাপের সংখ্যা আধা ডজনেরও কম। এদের এড়িয়ে চলা কষ্টকর নয়।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us