পাকিস্তান যে ক্লাবের প্রতিষ্ঠাতা : ঢুকতে পারবে ভারত!

অন্য এক দিগন্ত | Feb 26, 2022 02:32 pm
পাকিস্তান যে ক্লাবের প্রতিষ্ঠাতা : ঢুকতে পারবে ভারত!

পাকিস্তান যে ক্লাবের প্রতিষ্ঠাতা : ঢুকতে পারবে ভারত! - ছবি : সংগ্রহ

 

পাকিস্তান একটি এলিট ক্লাবের প্রতিষ্ঠাতা। আর সেখানে পাকিস্তানই একমাত্র সদস্য। সেটি হলো টি-২০ ক্রিকেটে ১০০ জয়। আর কোনো দল টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ জয় পায়নি।

তবে এই ক্লাবে ঢোকার সম্ভাবনা সৃষ্টি করেছে। টি-২০ বিশ্বকাপের পরে রোহিত শর্মা পাকাপাকিভাবে ভারতের টি-২০ ক্যাপ্টেন হওয়ার পর থেকে সংক্ষিপ্ত ফর্ম্যাটে টিম ইন্ডিয়া এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। হিটম্যানের নেতৃত্বে ভারত ঘরের মাঠে টানা দুটি টি-২০ সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে। এবার ভারতের সামনে হাতছানি রয়েছে টানা তৃতীয় টি-২০ সিরিজ জয়ের।

ধরমশালায় আজ শনিবার শ্রীলঙ্কাকে দ্বিতীয় টি-২০ ম্যাচে হারাতে পারলেই ভারত সিংহলিদের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করবে। সেক্ষেত্রে এটি হবে ভারতের টানা ১১টি টি-২০ ম্যাচ জয়। ওয়েস্ট ইন্ডিজকে গত সিরিজে হোয়াইটওয়াশ করার পরে আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর টি-২০ দলে পরিণত হয়েছে ভারত। এবার শ্রীলঙ্কাকে দ্বিতীয় টি-২০ ম্যাচে হারাতে পারলে রোহিতরা শুধু ফের একটা সিরিজ জয় নিশ্চিত করবেন এমনটাই নয়, বরং দুর্দান্ত এক মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন।

আসলে টিম ইন্ডিয়া এখন পর্যন্ত ১৫৭টি আন্তর্জাতিক টি-২০'তে মাঠে নেমে ৯৯টি ম্যাচে জয় তুলে নিয়েছে। সুতরাং, আর একটি ম্যাচ জিতলেই ১০০টি আন্তর্জাতিক টি-২০ জয়ের নজির গড়বে ভারত। সেক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে এমন কৃতিত্ব অর্জন করবে টিম ইন্ডিয়া। এখন পর্যন্ত একমাত্র পাকিস্তান ১০০-র বেশি টি-২০ ম্যাচ জয়ের কৃতিত্ব দেখিয়েছে।

পাকিস্তান ১৮৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমে ১১৭টিতে জয় তুলে নিয়েছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা ৮৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড জিতেছে ৭০টি করে ম্যাচ।

উল্লেখযোগ্য বিষয় হলো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ভারতের থেকে বেশি টি-২০ ম্যাচ খেলেছে। তবু ভারত তাদের থেকে অনেক বেশি ম্যাচ জিতেছে। শতকরা হিসাবে ভারতের (৬৪.৯৭ শতাং) সাফল্য পাকিস্তানের (৬২.৪৩ শতাংশ) থেকেও বেশি।

তাছাড়া ঘরের মাঠে আন্তর্জাতিক টি-২০ জয়ের নিরিখে নিউজিল্যান্ডের রেকর্ড ছুঁয়ে ফেলতে পারে ভারত। নিউজিল্যান্ড ঘরের মাঠে ৭৩টি টি-২০ খেলে সব থেকে বেশি ৩৯টি ম্যাচ জিতেছে। ভারত এখনও পর্যন্ত ঘরের মাঠে ৫৯টি টি-২০ খেলে জয় তুলে নিয়েছে ৩৮টি ম্যাচে। সুতরাং, শ্রীলঙ্কাকে সিরিজের দ্বিতীয় ম্যাচে হারাতে পারলে অনেক কম ম্যাচ খেলেই নিউজিল্যান্ডের নজির ছুঁয়ে ফেলবে টিম ইন্ডিয়া।

সূত্র : হিন্দুস্তান টাইমস

সুপার লিগের শীর্ষে উঠে এলো বাংলাদেশ
আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান পয়েন্ট ১০০। ৯৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড দুইয়ে ও ৭৯ পয়েন্ট নিয়ে ভারত টেবিলের তিন নম্বরে আছে।

সুপার লিগে বাংলাদেশ এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ১০টি ম্যাচে। হেরেছে বাকি চারটি ম্যাচে। ১০ জয়ের মাধ্যমেই বাংলাদেশের অর্জন ১০০ পয়েন্ট।


পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে অবস্থান করা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ইংল্যান্ড ১৫টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় পেয়েছে ৯টি ম্যাচে। হেরেছে ৫টি ম্যাচে। তাদের একটি পরিত্যক্ত ম্যাচের জন্য ৫ পয়েন্ট পেয়েছে তারা।

পয়েন্ট টেবিলে বর্তমানে তৃতীয়স্থানে আছে ভারত। তারা ১২টি ম্যাচ খেলে জয় পেয়েছে ৮টি ম্যাচে। হেরেছে ৪টি ম্যাচে। তাদের পয়েন্ট ৭৯। তবে ভারত যেহেতু ২০২৩ বিশ্বকাপের আয়োজক তাই তারা সরাসরি বিশ্বকাপে খেলবে।

আজকের ম্যাচে ব্যাট হাতে ৩০০ ছাড়ানো ইনিংস আসে লিটন ও মুশফিকের বদান্যতায়। বড় লক্ষ্যে খেলতে নেমে মাঝে মধ্যে ছন্দপতন হলেও একটু লড়াই করে আফগানিস্তান। তবে শেষ হাসি বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগানদের ৮৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে তামিম শিবির।

তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us