ওয়ার্নকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য!

অন্য এক দিগন্ত | Mar 06, 2022 04:21 pm
ওয়ার্নকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য!

ওয়ার্নকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য! - ছবি : সংগ্রহ

 

অস্ট্রেলিয়ার কিংবদন্তির বোলার শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যু যেন এখনও মানতে পারছেন না তার বন্ধু, সতীর্থরা। বাবা আর নেই, এ কথা এখনো অবিশ্বাস্য লাগছে অজি লেগ স্পিনারের সন্তানদের। তাদের মনে হচ্ছে, এই হয়তো বাবা এসে দরজায় দাঁড়িয়ে ডাক দেবেন। কিন্তু মাত্র ৫২ বছর বয়সে তিনি পরলোক গমন করেছেন, এটাই সত্যি। তবে তাঁকে সমাধিস্ত করার আগে তার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে হচ্ছে ময়নাতদন্ত। আর এরই মধ্যে নতুন তথ্য প্রকাশ্যে আনল থাই পুলিশ। জানানো হলো, ওয়ার্নের ঘরে রক্তের দাগ পাওয়া গিয়েছে।

থাইল্যান্ডের কো সামুইয়ের ভিলায় বন্ধুদের সঙ্গে ছিলেন ওয়ার্ন। শুক্রবার রাতে তিনি খেতে আসছেন না দেখে ডাকতে যান এক বন্ধু। তখনই কিংবদন্তির ঘরে ঢুকে দেখেন, অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তিনি। পরে তার এক বন্ধুই জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ওয়ার্ন। শনিবার থাই পুলিশের তরফে অবশ্য নয়া রিপোর্ট সামনে এনে জানানো হয়েছে, মৃত্যুর আগে তিনি বুকে ব্যথা অনুভব করেছিলেন। অনেক আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন ওয়ার্ন। সঙ্গে হাঁপানির সমস্যাও ছিল।

কো সামুইয়ের বো ফুট থানার পুলিশ জানায়, হার্টের সমস্যার জন্য নাকি ডাক্তারও দেখাচ্ছিলেন ওয়ার্ন। তার শরীর থেকে কোনো মাদক দ্রব্য মেলেনি বলেও নিশ্চিত করা হয়েছে।

তবে দ্য ব্যাংকক পোস্টের খবর অনুযায়ী, যে ঘরে ওয়ার্ন পড়েছিলেন, সেখানকার মেঝেয় রক্তের দাগ পাওয়া গিয়েছে। এমনকী তার গোসলের টাওয়েল ও বালিশেও মিলেছে রক্তের ছিটে। কোথা থেকে এলো রক্ত? জানা গিয়েছে, ক্রিকেটারের সর্দি-কাশি ছিল। কাশতে গিয়েই রক্ত বেরিয়েছে।

এদিকে, ওয়ার্নের ম্যানেজার জেমস এরস্কিন রোববার জানান, কিংবদন্তি তারকার অকাল মৃত্যুতে এখনো বিস্মিত তার সন্তানরা। ইতিমধ্যেই তিন সন্তান জ্যাকসন, সামার ও ব্রুকের সঙ্গে কথা বলেছেন জেমস। গোটা বিষয়টি তাদের কাছে দুঃস্বপ্নের মতোই মনে হচ্ছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

ওয়ার্নের মৃত্যুতে ক্রিকেটারদের শোক

একই দিন দুই অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটারের মৃত্যু। সকালে মারা যান রড মার্শ। তাকে স্মরণ করে শেন ওয়ার্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, খুব খারাপ সংবাদ মার্শের মারা যাওয়াটা। তিনি অসাধারণ সব ম্যাচের মহাতারকা ছিলেন। দারুণভাবে উৎসাহিত করতে পারতেন অন্য ক্রিকেটারদের।’ কে জানত এই লেখা পোস্ট করার বেশ কয়েক ঘণ্টা পর দুনিয়া ছেড়ে চলে যাবেন আরেক কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নও। অসময়েই চলে গেলেন তারকা লেগ স্পিনার শেন ওয়ার্ন। গতকাল থাইল্যান্ডে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে ডাক্তারের কাছে নেয়া হলে মৃত ঘোষণা করা হয়। অস্ট্রেলিয়ান সাবেক এই ওয়ানডে অধিনায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রিকেট অঙ্গনে।

ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস লিখেছেন, ‘তিনি হলেন কিংবদন্তি।’ অ্যাডাম গিলক্রিস্ট সাবেক অস্ট্রেলিয়ান উইকেট রক্ষক। শেন ওয়ার্ন সম্পর্কে তিনি হৃদয়ে চির ধরার ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান লিখেছেন, শেন ওয়ার্নের খেলা টিভিতে দেখেই আমি লেগ স্পিনার হওয়ার সিদ্ধান্ত নেই। তার মৃত্যুর খবরটা হৃদয়ভাঙার মতোই। ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ লিখেছেন, বিশ্বাসই হচ্ছে না শেন ওয়ার্ন যে মারা গেছে। অন্যতম সেরা স্পিনার ছিলেন তিনি। ইংলিশ ক্রিকেটার ইয়ান বেল লিখেছেন, আমার বলার মতো কোনো ভাষা নেই। তার মতো একজন গ্রেট ক্রিকেটারের বিপক্ষে আমার খেলার সুযোগ হয়েছে।’ পাকিস্তানের শোয়েব আকতার লিখেছেন, খুবই খারাপ সংবাদ শুনলাম। কী অসাধারণ ক্রিকেটারই না ছিলেন শেন ওয়ার্নে। বোঝাতে পারব না কতটুকু শোকাহত আমি।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us