তারাবির নামাজ কিভাবে হবে?

নিজস্ব প্রতিবেদক | Apr 15, 2020 08:18 pm
তারাবির নামাজ কিভাবে হবে?

তারাবির নামাজ কিভাবে হবে? - সংগৃহীত

 

আর মাত্র ১০ দিন পরই (২৫ অথবা ২৬ এপ্রিল) শুরু হবে মুসলমানদের পবিত্র রমজান মাস৷ দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গত ৬ এপ্রিল ঘরে নামাজ আদায় করার নির্দেশনা জারি করে সরকার৷ সেই নির্দেশনা এখনো জারি থাকায় তারাবির নামাজের ক্ষেত্রেও তা প্রযোজ্য হওয়ার কথা৷ কিন্তু পরিস্থিতি অনুযায়ী তা পরিবর্তনও হতে পারে৷

‘‘এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় হয়নি৷ যদি কোন পরিবর্তন করতে হয় সে সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনা করে শেষ মুহূর্তে নেয়া হবে,'' ডয়চে ভেলেকে বলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ৷

তিনি বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে যদি সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়, সেটা কেমন হবে সে বিষয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে৷

‘‘এখানে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে,'' টেলিফোনে জানান তিনি৷

সিদ্ধান্ত পরিবর্তিত হলে তার ধরন কেমন হতে পারে সে নিয়ে এরই মধ্যে কেউ কেউ প্রস্তাব দিচ্ছেন বলে ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে৷ এদিকে, ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবের সিদ্ধান্তকেই অনুসরণ করা হতে পারে৷

এদিকে, সৌদি আরব করোনা পরিস্থিতির অবসান না হওয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছে৷ গত শনিবার দেশটির ধর্মমন্ত্রীর বরাত দিয়ে জানানো হয়, তারাবির নামাজ ঘরেই আদায় করতে হবে৷

বাংলাদেশে আড়াই লাখের বেশি মসজিদ রয়েছে৷ স্থানীয় গণমাধ্যমের হিসেবে, এদের বেশিরভাগেই ‘খতম তারাবি' পড়ানো হয়৷ তবে এলাকাভিত্তিক কিছুসংখ্যক মসজিদ রয়েছে যেখানে ‘সুরা তারাবি' পড়ানো হয়৷

মুসল্লির সংখ্যা নির্ধারণ করে মসজিদ উন্মুক্ত করে দেয়ার দাবি

হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরি ও ঢাকা মহানগরী সভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমীসহ শীর্ষ ১৫ জন আলেমের মসজিদ উন্মুক্ত করে দেয়ার দাবির প্রতি সমর্থন জানিয়ে দেশের আরো ৭০ জন বিশিষ্ট আলেম ও মুফতি গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।


তারা গত ৮ এপ্রিলের ওই বিবৃতির প্রতি একমত পোষণ করে বলেন, করোনাভাইরাস মহামারী থেকে পরিত্রানের জন্য সরকারের গৃহীত পদক্ষেপসমূহ প্রশংসনীয়। তবে মসজিদে মুসল্লীদের সংখ্যা নির্ধারণের কারণে বিভিন্ন স্থানে মসজিদে তালা লাগানো, ইমাম-মুআজ্জিন, মুসল্লিদের হয়রানি অত্যন্ত বেদনাদায়ক।

কাঁচা বাজারগুলোতে দীর্ঘ সময় পর্যন্ত জনসমাগমের বৈধতা থাকলে আল্লাহর ফরজ বিধান জুমা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য অজু ও পবিত্রতার সাথে স্বল্প সময়ে সাধারণ মুসল্লীদের মসজিদে উপস্থিতির ব্যাপারে কঠোরতা আরোপ ও সংখ্যা নির্ধারণ যুক্তিসঙ্গত নয়। আল্লাহর বিশেষ রহমত অর্জন এবং আল্লাহর গজব করোনা মহামারী থেকে মুক্তি লাভের জন্য সংখ্যার শর্ত তুলে দিয়ে সীমিত সময়ে মসজিদে জামাতে নামাজ পড়ার সুযোগ দেয়ার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি।

বিবৃতির প্রতি সমর্থনকারী বিশিষ্ট আলেমদের রয়েছেন, শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম (আদীব সাহেব হুজুর), মহাপরিচালক ওলামা বাজার মাদরাসা ফেনী। শায়খুল হাদিস মুফতি আব্দুল বারী, প্রিন্সিপাল, জামিয়া আশরাফিয়া সাইনবোর্ড, ঢাকা। শায়খুল হাদিস আল্লামা আব্দুল হক, খতিব ময়মনসিংহ বড় মসজিদ। মাওলানা আব্দুল হামিদ, পীর সাহেব মধুপুর। মাওলানা নুরুল ইসলাম শায়খুল হাদিস ও প্রিন্সিপাল, মাখজানুল উলূম খিলগাঁও, ঢাকা। অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, পীর সাহেব কাপাসিয়া, গাজিপুর। মাওলানা আব্দুর রহমান, শায়খুল হাদিস উজানী মাদরাসা চাঁদপুর। মুফতি ইয়াহইয়া, প্রধান মুফতি লালবাগ মাদরাসা, ঢাকা। মাওলানা হাজী ফারুক আহমাদ, শায়খুল হাদিস ইশাআতুল উলূম লক্ষীপুর। মাওলানা মুফতি কুতুবুদ্দিন, শায়খুল হাদিস নানুপুর মাদরাসা চট্রগ্রাম। মাওলানা যাকারিয়া নোমান, মেখল মাদরাসা চট্টগ্রাম। মাওলাান আবুল কালাম প্রিন্সিপাল, জামিয়া মুহাম্মদিয়া, মোহাম্মদপুর, ঢাকা। শায়খুল হাদিস মাওলানা আব্দুল আউয়াল, খতিব, ডি আই টি মসজিদ, নারায়নগঞ্জ। মাওলানা আবু তাহের জিহাদী, প্রিন্সিপাল দেওভোগ মাদরাসা, নারায়ানগঞ্জ। শায়খুল হাদিস মুফতি মহিবুল হক, মুহতামিম, দরগাহ মাদরাসা সিলেট। মাওলানা শিব্বির আহমাদ, চরমটুয়া, নোয়াখালী। মুফতি মুশতাকুন্নবী কাসেমী, মুহতামিম, দারুল ঊলূম সুধন্যপুর, কুমিল্লা প্রমুখ।

আল্লামা বাবুনগরী ও কাসেমী ছাড়াও মুল বিবৃতিদানকারি অন্যদের মধ্যে রয়েছেন, দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারীর প্রধান মুফতি আল্লামা আব্দুস সালাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি সাবেক মন্ত্রী মুফতি মোঃ ওয়াক্কাস, চট্রগ্রাম বাবুনগর মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, জামিয়া ইউনুসিয়া ব্রাক্ষণবাড়িয়ার প্রিন্সিপাল আল্লামা মুফতি মুবারকুল্লাহ, মারকাজুল উলুম খুলনার প্রিন্সিপাল মুফতি গোলাম রহমান। -বিজ্ঞপ্তি


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us