'পরমাণু বোমার শক্তি ছিল, কোথাও বিস্ফোরণ ঘটাতেই হতো' : যা বললেন শোয়েব

অন্য এক দিগন্ত | Jan 31, 2022 05:35 pm
'পরমাণু বোমার শক্তি ছিল, কোথাও বিস্ফোরণ ঘটাতেই হতো' : যা বললেন শোয়েব

'পরমাণু বোমার শক্তি ছিল, কোথাও বিস্ফোরণ ঘটাতেই হতো' : যা বললেন শোয়েব - ছবি : সংগ্রহ

 

কখনই চাননি একজন ফাস্ট বোলার হবেন। তবে তার ভিতরের শক্তিই তাকে ২২ গজে আগুন ঝরাতে উদ্বুদ্ধ করে। বিশ্বের সব থেকে গতিশীল পেসারের তকমা পাওয়া শোয়েব আখতার নিজের আগুনে গতির রহস্য সম্পর্কে এমনই মন্তব্য করেন দ্য ব্রেট লি পডকাস্টে।

সম্প্রতি লেজেন্ডস লিগ ক্রিকেটে এশিয়া লায়ন্সের হয়ে মাঠে নামেন শোয়েব আখতার। একই টুর্নামেন্টে ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে খেলতে নামেন ব্রেট লি। সর্বকালের অন্যতম দুই গতিশীল পেসার নিজেদের মধ্যে আলোচনায় ফিরে যান অতীতের দিনগুলোতে।

শোয়েব বলেন, ‘কোনো দিনই ফাস্ট বোলার হতে চাইনি। তবে আমার বরাবর মনে হয়েছে যে, আমি কিছু করে দেখাতে পারি। কারণ, আমার মধ্যে যেমন শক্তি রয়েছে, কারো মধ্যে নেই। আমার কাছে পরমাণু বোমার শক্তি রয়েছে, যেটার কোথাও বিস্ফোরণ ঘটানো দরকার।’

আখতার আরো বলেন, ‘আমি ছেলেবেলা থেকেই বন্ধুদের বলতাম, আমার মধ্যে বিশেষ কিছু আছে। তবে শুরু থেকেই আমাকে শুনতে হয়েছে যে, তুমি পারবে না। আমি যে পরিবেশে বাস করতাম, সেটা এমনই ছিল। তবে আমি নিজেকে বলতাম, আমাকে এই বেড়া টপকাতেই হবে।'

১০০ মাইলের গণ্ডি টপকানো প্রসঙ্গে আখতার বলেন, ‘১৯৯৯ বিশ্বকাপের সময় আমার মনে হয় যে, ১০০ মাইল টপকানোর এটাই সঠিক সময়। আমি সেটা করে দেখাই, তবে লোকেদের জন্য নয়। আমি এটা নিজের তাগিদেই করে দেখাই। কারণ আমি গতি ভালোবাসি। আমি রীতিমতো উড়ছিলাম। সেটাই আমার জীবনের একমাত্র যন্ত্রণামুক্ত বছর ছিল।’

‘ক্রিকেট ভক্তদের বঞ্চিত করা হচ্ছে;’ ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে আমির সোহেলের কড়া বার্তা

গত কয়েক বছর ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক অবস্থান ঠিক নয়। এই মুহূর্তে দুই দেশের সম্পর্কও ঠিকঠাক নয়। এমন পরিস্থিতিতে বেশ কিছু বছর ধরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ খেলা সম্ভব হয়নি। তবে আইসিসির বড় টুর্নামেন্টে দুই দলই একে অপরের মুখোমুখি হয়।

এর আগে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন। তিনি জানিয়ে ছিলেন এই মুহূর্তে ভারত বনাম পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজের কোনো সম্ভাবনা নেই। তিনি স্পষ্ট করে দিয়ে বলেছিলেন দুই দেশের মধ্যকার সিরিজে আইসিসি কোনো ভূমিকা নেবে না।

এবার ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে কড়া বার্তা দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আমির সোহেল। তিনি বলেন, বিশ্বের সমর্থকরা এই দুই দেশের ম্যাচ দেখার জন্য অপেক্ষা করেন। সকল ক্রিকেট ভক্তের ভারত বনাম পাকিস্তানের ম্যাচ দেখার অধিকার রয়েছে। এক সাক্ষাৎকারে সোহেল বলেন, ‘আইসিসি জোর দিয়ে বলে যে ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে। আমিও এর সাথে একমত। সর্বদাই বিশ্বজুড়ে ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচ নিয়ে সকলেই মধ্যে আগ্রহ রয়েছে। সকলেই প্রত্যাশা করেন যে কখন এই ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু ক্রিকেট ভক্তদের এখন সেটা থেকে বঞ্চিত করা হচ্ছে।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

 


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us