অশীতিপর প্রেমিকাকে নিয়ে নার্সিংহোম থেকে পালালেন ৮০ বছরের ‘যুবক’

অন্য এক দিগন্ত | Feb 20, 2022 05:39 pm
অশীতিপর প্রেমিকাকে নিয়ে নার্সিংহোম থেকে পালালেন ৮০ বছরের ‘যুবক’

অশীতিপর প্রেমিকাকে নিয়ে নার্সিংহোম থেকে পালালেন ৮০ বছরের ‘যুবক’ - ছবি : সংগ্রহ

 

নায়কের বয়স আশি, নায়িকা চুরাশির। তাতে কী! এ তো পুরোদস্তুর হিট প্রেমকাহিনির চিত্রনাট্য! যদিও সিনেমা নয়, এই ঘটনা বাস্তব। ৮০ বছরের বৃদ্ধ নায়ক ও ৮৪ বছরের বৃদ্ধা নায়িকা বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ভর্তি ছিলেন একটি নার্সিংহোমে। পাশাপাশি বেডে শুয়ে-বসে থাকতে থাকতেই প্রেম। এবং আচমকা একদিন ডাক্তার, নার্সদের চোখে ধুলা দিয়ে নায়িকাকে নিয়ে পালালেন নায়ক! তাতে কড়া শাস্তিও পেতে হলো নায়ককে!

অস্ট্রেলিয়ার ঘটনা। নার্সিংহোমটি পার্থ শহরের। সেখানেই চিকিৎসা চলছিল দুই প্রবীণের। ভদ্রলোকের নাম রালফ গিবস। বৃদ্ধা মহিলা ক্যারল লিসলে, যিনি ডিমেনশিয়া ও পারকিনসনের রোগী। ক্যারলকে সাথে নিয়ে গত ৪ জানুয়ারি ভোরে কিভাবে যেন একটি গাড়ি ম্যানেজ করে নার্সিংহোম থেকে পালান রালফ। যতক্ষণে নার্সিংহোম কর্তৃপক্ষ ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেয় ততক্ষণে রালফ গাড়ি চালিয়ে পৌঁছে যান প্রায় কুইন্সল্যান্ডে। জায়গাটা পার্থ শহর থেকে ৪৮০০ কিলোমিটার দূরে। পুলিশ অবশ্য যুগলকে পাকড়াও করতে সক্ষম হয়।

রালফ জানিয়েছেন, কুইন্সল্যান্ডে ক্যারলের বাড়ি যাচ্ছিলেন তারা। যদিও পুলিশ জানিয়েছে, পথেই অসুস্থ হয়ে পড়েন ক্যারল। উভয়কে যখন উদ্ধার করা হয় ক্যারল তখন ধুঁকছিলেন। শেষ পর্যন্ত প্রশাসন হেলিকপ্টারে করে রালফ ও ক্যারলকে পার্থের ওই নার্সিংহোমে ফিরিয়ে আনে। না, এখানেই রালফ-ক্যারলের প্রেম কাহিনি শেষ হয়নি। কারণ ঘটনাটি আদালত পর্যন্ত গড়িয়েছে।

যেহেতু পুলিশ রালফের বিরুদ্ধে মামলা করে। এফআইআরে বলা হয়, রালফ যা করেছেন, তাতে করে জীবনসংশয় হতে পারত ক্যারলের। যদিও আদালতে রালফের উত্তর ছিল, 'আমি ক্যারলকে বাড়ি পৌঁছে দিচ্ছিলাম। সেই সঙ্গে সামান্য প্রেম করছিলাম।' তার জবাব শুনে বিচারক বকা দেন প্রেমিক রালফকে। বলেন, 'আপনার প্রেমের জন্যে মৃত্যু হতে পারত ক্যারলের। বিপজ্জনক কাজ করেছেন।'

কেবল বকাঝকা করেই ছেড়ে দেয়া হয়নি ৮০ বছরের প্রেমিককে। সাত মাসের জেল হয়েছে রালফের। যদিও দোষীর অসুস্থতা ও বয়সের কারণে এখনই তা কার্যকর হয়নি বলেই জানা গেছে। অন্যদিকে গোটা বিশ্বের সংবাদ মাধ্যম সূত্রে রালফ-ক্যারলের প্রেম-কাহিনি সুপারহিট হয়েছে। অনেকেই বলছেন, এই ঘটনা সিনেমার চেয়েও বেশি!

নির্বাচন-পরবর্তী নজিরবিহীন সহিংসতার সাক্ষী হয়েছিল আমেরিকা। ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। টুইটার কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই কথার উল্লেখ করে বলা হয়েছে, এভাবেই টুইটার তাদের নীতি ও তার প্রয়োগের ব্যাপারে স্বচ্ছ থাকতে চায়। যদিও ওই অ্যাকাউন্ট বন্ধ করার পরই ট্রাম্প ফের টুইট করেন তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে। কয়েক মিনিটের মধ্যেই সেই টুইটও মুছে দেয় টুইটার। পরে ফেসবুক থেকেও নির্বাসিত হন ট্রাম্প।

নদীতে পড়ল বরযাত্রীর গাড়ি, বিয়ের আসরে যাওয়ার পথে দুর্ঘটনায় বর-সহ মৃত ৯
বিয়েবাড়ি যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনায় রাজস্থানে বরযাত্রীর গাড়ি চম্বল নদীতে পড়ে মৃত্যু হলো বর-সহ ৯ জনের। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার নয়াপুর থানায় চম্বলের ছোটি পুলিয়া এলাকায়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের কর্মীরা। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।

জানা গেছে, একটি ক্রেনের সাহায্যে গাড়িটি পানি থেকে তোলা হয়েছে। দেহগুলিও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গেছে, উজ্জ্বয়নে বিয়ের জন্য যাচ্ছিল গাড়িটি। কিন্তু আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীর পানিতে পড়ে যায়।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট টুইট করে শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ”কোটায় বরযাত্রীদের একটি গাড়ি চম্বল নদীতে পরে যাওয়ায় বর-সহ ৯ জনের মৃত্যুর যে ঘটনা ঘটেছে তা অত্যন্থ দুঃখজনক ও মর্মান্তিক। আমি জেলাশাসককে ফোন করে বিস্তারিত খোঁজখবর নিয়েছি। নিহতদের পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাই। ঈশ্বর তাঁদের এই আঘাত সহ্য করার শক্তিএবং মৃতদের আত্মাকে শান্তি দিন।”

সূত্র : সংবাদ প্রতিদিন


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us