আরেকটি ম্যাচ জিতলেই আইসিসি সুপার লিগ টেবিলের শীর্ষে থাকবে বাংলাদেশ

অন্য এক দিগন্ত | Feb 24, 2022 06:54 am
আরেকটি ম্যাচ জিতলেই আইসিসি সুপার লিগ টেবিলের শীর্ষে থাকবে বাংলাদেশ

আরেকটি ম্যাচ জিতলেই আইসিসি সুপার লিগ টেবিলের শীর্ষে থাকবে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

 

 আর একটি ম্যাচ জিতলেই ইংল্যান্ডকে টপকে আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলের শীর্ষে ওঠে আসবে বাংলাদেশ। আপাতত আফগানিস্তানকে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হারিয়ে ব্রিটিশদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন বাংলাদেশ। সুতরাং, তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করলেই বাংলাদেশ আইসিসি সুপার লিগ টেবিলের মগডালে ওঠে পড়বে।

আপাতত ১৩ ম্যাচে ৯টি জয়সহ বাংলাদেশের সংগ্রহে রয়েছে ৯০ পয়েন্ট। তারা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ইংল্যান্ড ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে। ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট রয়েছে ভারতের খাতায়। টিম ইন্ডিয়া রয়েছে লিগ টেবিলের তিন নম্বরে।

আয়ারল্যান্ড (১৮ ম্যাচে ৬৮) ও শ্রীলঙ্কা (১৮ ম্যাচে ৬২) রয়েছে পয়েন্ট টেবিলের যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে। আফগানিস্তানের সামনে সুযোগ ছিল এই ম্যাচ জিতে একযোগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে টপকে চার নম্বরে উঠে আসার। তারা সিরিজের প্রথম ম্যাচ হেরে বসায় ৬ নম্বরেই থেকে যায়। আফগানদের সংগ্রহে রয়েছে আপাতত ৭ ম্যাচে ৬০ পয়েন্ট।

অস্ট্রেলিয়া ৯ ম্যাচে ৬০ পয়েন্ট সংগ্রহ করে সাত নম্বরে অবস্থান করছে। ওয়েস্ট ইন্ডিজ ১৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে। পাকিস্তান ৯ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করে নয় নম্বরে অবস্থান করছে। দক্ষিণ আফ্রিকা (১০ ম্যাচে ৩৯), জিম্বাবুয়ে (১২ ম্যাচে ৩৫) ও নিউজিল্যান্ড (৩ ম্যাচে ৩০) যথাক্রমে ১০, ১১, ১২ নম্বরে জায়গা করে নিয়েছে। একেবারে শেষে ১৩ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। তাদের সংগ্রহে রয়েছে ৭ ম্যাচে ২৫ পয়েন্ট।

সূত্র : হিন্দুস্তান টাইমস

তামিম বললেন, জিতব বিশ্বাসই করিনি
আফগানিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ। দর্শকেরা তো দূরের কথা, খোদ বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল পর্যন্ত বিশ্বাস করেননি যে এই ম্যাচে বাংলাদেশ জিততে পারে।

ম্যাচ শেষে তামিম বলেন, সত্যি বলছি, আমি বিশ্বাস করিনি। একেবারেই না। এমন ঘটনা বিশ্বাস করার জন্য নিজের চোখে দেখতে হয়।

তিনি বলেন, ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর ২১৫ রান চেজ করে জিতব, এমন কথা যদি বলি যে বিশ্বাস করেছিলাম, তবে মিথ্যা বলা হবে।

তিনি বলেন, ওই পর্যায়ে ম্যাচটি ছিল খুবই কঠিন। দুই তরুণ যেভাবে খেলেছে, তা অবিশ্বাস্য। গর্বের খেলা তারা খেলেছে। কোনোভাবেই কাজটি সহজ ছিল না।

তামিম বলেন, আফগানিস্তানের স্পিন অ্যাটাক খুবই ভালো। তাদের সামাল দেয়া সহজ কাজ ছিল না।

তিনি বলেন, আমি আশা করি এবং দোয়া করি করি, এটা এখানেই শেষ হবে না। এটা তাদের জন্য সবে শুরু হলো। তাদেরকে আরো জয় পেতে হবে। সুখী হতে হবে, গর্বিত হতে হবে।

উল্লেখ্য, বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে সপ্তম উইকেটে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ যা করে দেখালেন, তা অকল্পনীয়। আফগান বোলারদের নাচিয়ে এই জুটি গড়ল রেকর্ড। অটল চিত্তে দাঁড়িয়ে গেলেন দুজনই। দুজনই খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। যেখানে হারের শঙ্কা ছিল চরমে, সেখানে এই জুটির বীরোচিত ইনিংসে জিতল বাংলাদেশ।

প্রথম ওয়ানডে ম্যাচে বুধবার চট্টগ্রামে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২১৫ রানে অল আউট। জবাবে শুরুতে ধুকলেও মিরাজ-আফিফের ব্যাটে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছায় ৭ বল হাতে রেখে, ২১৯/৬।


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us