ইমরান সম্পর্কে কঠোর মন্তব্য করলেন রেহাম

অন্য এক দিগন্ত | Apr 01, 2022 07:39 pm
ইমরান সম্পর্কে কঠোর মন্তব্য করলেন রেহাম

ইমরান সম্পর্কে কঠোর মন্তব্য করলেন রেহাম - ছবি : সংগৃহীত

 

পাকিস্তানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আস্থাভোটের ঠিক আগে মুখ খুললেন প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। একটি সাক্ষাৎকারে রেহাম বলেন, ‘ইমরান খান বিভ্রমে ভোগেন। কারো পরামর্শ শোনা তার ধাতে নেই। যদি সত্যিই সুপরামর্শ শুনতেন, তাহলে হয়তো আমি এখনও তার স্ত্রী-ই থাকতাম। হয়তো, অন্যরাও তাকে ছেড়ে যেত না।’

সঙ্গে সংখ্যা নেই। তবুও কেন সসম্মানে ইস্তফা দেয়ার পরিবর্তে ভোটের পথে গেলেন ইমরান? এই প্রশ্নের জবাবে পেশায় সাংবাদিক রেহাম বলেন, ‘আপনারা কি মনে করেন, গোটা পৃথিবী যা বলছে, সেটাই হুবহু মেনে নেয়ার মানুষ ইমরান! সবসময়ে বিভ্রমের মধ্যে থাকেন। নিজেকে খোদা মনে করেন।’
তার পরই রেহামের সংযোজন, ‘দেখুন, ও এক জন এমন তারকা, যিনি সব সময় নিজের গুণকীর্তন শুনতে চান। উনি সব সময় নিজের নাম ও তার সঙ্গে ঝড়ের মতো হাততালির শব্দ শুনতে চান।’

আসন্ন আস্থাভোট সম্পর্কে রেহাম বলেন, ‘তাকে বহুবার অনেকে বলেছেন, তুমি ছেড়ে চলে এসো, তাতে তোমার মানটা অন্তত বাঁচবে। কিন্তু আমার মনে হয় সসম্মানে পদ ছাড়া বলে কোনো কথা তার অভিধানে নেই। যদি তা থাকত, তা হলে ইমরান ওই পথে যেতেন না। আসলে তার সঙ্গে ইদানীং আর মান-সম্মান কথাটি মেলানো যায় না। ইমরানের মান, যা আমি শেষবার দেখেছিলাম আমাদের বিয়ের দিন।’

পাশাপাশি রেহাম সমালোচনা করেছেন, ইমরানের দেশ চালানোর পদ্ধতিরও। তার কথায়, ‘আমি সত্যিই জানি না, ইমরানকে কেন গত প্রায় চার বছর ধরে দেশ চালানোর অনুমতি দেয়া হলো। সেই জন্যই আজ দেশের, জাতির এই দুর্গতি।’

ইমরান অভিযোগ করেছিলেন, তার সরকারকে ফেলার অপচেষ্টা আসলে বৃহত্তর বিদেশি ষড়যন্ত্রের অঙ্গ। তার প্রত্যুত্তরে রেহাম বলেন, ‘যে গপ্পোটা ইমরান ফেঁদেছেন, তা দ্বিতীয় শ্রেণির ছবিতেও দেখা যায় না।’

গত রোববার ইসলামাবাদে বিরাট জনসভায় ইমরান দাবি করেন, জলের মতো বিদেশি অর্থ খরচ করে তাঁর সরকার ফেলার ষড়যন্ত্র চলছে। তাতে ইমরানের তরফের লোকেদেরও ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ইমরান জানিয়ে দেন, যত চাপই তৈরি করা হোক না কেন, তিনি অন্যায়ের সঙ্গে আপস করবেন না।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

রাশিয়া ভ্রমণের কারণে একটি শক্তিশালী রাষ্ট্র অসন্তুষ্ট : ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি রাশিয়া সফরে যাওয়ার কারণে একটি শক্তিশালী রাষ্ট্র অসন্তুষ্ট হয়েছে। শুক্রবার তিনি এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

‘ইসলামাবাদ নিরাপত্তা আলোচনা’ অনুষ্ঠানে দেয়া এক বিবৃতিতে ইমরান খান বলেন, তিনি রাশিয়া সফর করার কারণে এমন একটি শক্তিশালী রাষ্ট্র অসন্তুষ্ট হয়েছে, যারা ভারতকে সহায়তা করে। তারা ভারতের মিত্ররাষ্ট্র। আজ আমি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর একটি বিবৃতি প্রকাশ করতে যাচ্ছি, ওই বিবৃতিতে বলা হয়েছে যে তারা ভারতকে কোনো বিষয়ে আদেশ করবেন না কারণ তারা স্বাধীন রাষ্ট্র। আমি তাদেরকে এ ধরনের সমর্থনের কারণে কোনো দোষারোপ করতে পারি না। কারণ, এখন যা ঘটছে তা আমাদের ভুলের কারণেই হচ্ছে।

পাকিস্তান পার্লামেন্টের বিরোধী দলীয় সদস্য শাহবাজ শরিফকে বিদ্রূপ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যিনি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন তিনি বলছেন যে আমার বক্তব্যের কারণে যুক্তরাষ্ট্র ক্ষেপে যাবে। তার ধারণা যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া পাকিস্তান টিকে থাকতে পারবে না।

তিনি বিরোধী রাজনৈতিক নেতাদের সমালোচনা করে বলেন, এসব বিরোধী দলের নেতাদের কারণে পাকিস্তানের অর্থনীতি ধ্বংস হয়েছে। তারা তাদের স্বার্থের জন্য পাকিস্তানকে বিশ্ব দরবারে অপমানিত করেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, সমন্বিত সমৃদ্ধি, আইনের শাসন ও স্বাধীন পররাষ্ট্র নীতি পাকিস্তানের জাতীয় নিরাপত্তার মূল উপাদান।

তিনি আরো বলেন, অসম উন্নয়ন, ধনী ও গরিবের মধ্যে ব্যাপক ব্যবধান এবং (পাকিস্তানের) সমস্ত সম্পদ কয়েকজন অভিজাত ব্যক্তির হাতে থাকলে দেশ অরক্ষিত হয়ে যাবে।

সূত্র : জিও নিউজ


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us