যেভাবে ডলার কামাচ্ছেন সিঙ্গাপুরি তরুণ

অন্য এক দিগন্ত ডেস্ক | Sep 28, 2020 06:20 pm
ইউজিন চিও

ইউজিন চিও - ছবি সংগৃহীত

 

ইউজিন চিওর বয়স ২৪। তিনি সিঙ্গাপুরের ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির ছাত্র। সম্প্রতি তিনি বাড়ি ও জমি বেচাকেনার একজন এজেন্ট হবার এক পরীক্ষায় পাস করেছেন - যাকে বলে আরইএস।

কিন্তু তিনি আলোচিত হয়েছেন অন্য কারণে। সেই কোর্সে পড়াশোনার যেসব নোট তৈরি করেছিলেন চিও - সেগুলো তিনি বিক্রির জন্য অনলাইনে তুলেছেন এবং এতে তার বেশ ভালো আয় হচ্ছে, একটা নতুন ব্যবসাই দাঁড়িয়ে গেছে।

মনে রাখতে হবে, ইন্টারনেটে নোট বিক্রি যে চিও-ই প্রথম করছেন তা নয়। কিন্তু যেকোনো কারণেই হোক তার নোটস দারুণ বিক্রি হচ্ছে।

তিনি এ পর্যন্ত দেড় হাজার নোট বিক্রি করেছেন। একপর্যায়ে তার আয় ছিল সপ্তাহে ১০০০ ডলারের বেশি।

এর পর তিনি পড়াশোনার নোট বিক্রিকেই তার ব্যবসায়ে পরিণত করলেন।

সিঙ্গাপুরে একজন রিয়েলটর বা বাড়ি-জমি বেনাকেনার এজেন্ট হতে গেলে বেশ কিছু পূর্বশর্ত পূরণ করতে হয়।

তাকে ৬০ ঘণ্টার একটি কোর্স করতে হয়, পাস করতে হয় আরইএস - যা দুই পর্বের একটি পরীক্ষা।

‘ব্যাপারটা সহজ নয়’ - বিবিসিকে বলছিলেন চিও, ‘সিঙ্গাপুরে নিয়মকানুন খুবই কঠিন। আমি তখনই উপলব্ধি করলাম দ্রুত কোনো কিছু শিখে নেবার পদ্ধতির একটা বড় চাহিদা আছে।’

চিও তার নোটগুলোকে বলেন ‘মাইন্ড ম্যাপ’ - বা মনের মানচিত্র। চিও এগুলোকে তার নিজের পরীক্ষার সময় সফলভাবে ব্যবহার করেছেন।

এরকম ১৬টি মাইন্ড ম্যাপ ইন্টারনেট ব্যবহারকারীরা একটা ফি’র বিনিময়ে ডাউনলোড করতে পারেন।

কী আছে চিওর এই মাইন্ড ম্যাপে?
মাইন্ড ম্যাপে চিও ছবি বা গ্রাফিক্স ব্যবহার করে নানা রকম আইডিয়া, কনসেপ্ট এবং তাদের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করেছেন। যা মানুষের মস্তিষ্ক সহজে বুঝতে পারে।

এগুলোতে আছে নানা রকম আইনি ধারণা, বিপণন সংক্রান্ত ধারণা বা তত্ত্ব, গাণিতিক ফর্মুলা, নানা রকম গ্রাফ এবং সিলেবাসে আছে এমন আরো নানা রকম বিষয়।

একজন ব্যবহারকারী ৮০ সিঙ্গাপুরি ডলার ব্যয় করে এগুলো ডাউনলোড করতে পারেন।

কোনো একটি বিশেষ বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সে বিষয়ের তথ্যগুলো মাইন্ড ম্যাপে পেতে পারেন।

তাতে আপনার সুবিধা হবে যে, একটা প্রশ্নের উত্তর দেবার জন্য আপনাকে পাঠ্যপুস্তক খুঁজে একটা পুরো অধ্যায় পড়তে হবে না। এটাকে একটা ভিন্ন ধরণের শিক্ষণ পদ্ধতিও বলতে পারেন।

চিওর আরেকটি আগ্রহের বিষয় হচ্ছে স্কুবা ডাইভিং। তার কথা, সাগরের পানির নিচে একদল ডাইভার পরস্পরের মধ্যে যোগাযোগ করেন আকারে ইঙ্গিতে। সেই যোগাযোগ পদ্ধতি তাকে শিখিয়েছে যে, অনলাইন শিক্ষণের ক্ষেত্রে কি করে বিভিন্ন ভাষার বাধা অতিক্রম করতে হয়।

চিওর কোম্পানির নাম হচ্ছে আরইএস টিউটর। যারা সিঙ্গাপুরে রিয়েল এস্টেট ব্যবসার এজেন্ট হতে চান তাদেরকে আরইএস পরীক্ষা পাস করতে সহায়তা করার জন্যই এটা তৈরি হয়েছে।

চিও বলছেন, তিনি এখন তার ব্যবসাকে আইটি'র অন্য ক্ষেত্রেও প্রসারিত করতে চান।

তিনি নিজে একজন রিয়েলটর হতে চান না, বরং যারা হতে চায় তাদের সাহায্য করার আনন্দ পেতেই তিনি এ উদ্যোগ নিয়েছেন।

সূত্র : বিবিসি


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us