প্রতারকের হাত থেকে বাঁচতে এখনই বদলে ফেলুন স্মার্টফোনের এই ৫ সেটিংস

অন্য এক দিগন্ত | Jan 18, 2022 01:26 pm
প্রতারকের হাত থেকে বাঁচতে এখনই বদলে ফেলুন স্মার্টফোনের এই ৫ সেটিংস

প্রতারকের হাত থেকে বাঁচতে এখনই বদলে ফেলুন স্মার্টফোনের এই ৫ সেটিংস - ছবি : সংগ্রহ

 

করোনাভাইরাসের মহামারি যুগে অনেক বেশি ডিজিটাল নির্ভরশীলতা বেড়েছে মানুষের। আর অনলাইনে টাকা লেনদেনের এই প্রবণতাকে হাতিয়ার করে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করার ফন্দি আঁটছে প্রতারকেরা। প্রযুক্তির উন্নতি সাথে সাথে বাড়ছে সাইবার ক্রাইমও। তাই এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আপনার মোবাইলকে সুরক্ষিত রাখা। কোনো অদ্ভুত নম্বর থেকে ফোন ধরা কিংবা অচেনা নম্বর থেকে আসা মেসেজ খুলে সেখানে দেয়া লিংকে ক্লিক করতে নিষেধ করেন বিশেষজ্ঞরা। এই নিয়মের সাথেই নিজের তথ্য গোপন রাখতে প্রয়োজন অ্যান্ড্রয়েড
স্মার্টফোনটির কিছু সেটিংস বদলে ফেলা। চলুন তাহলে চটপট জেনে নেয়া যাক।

১. আপনি সাধারণত অনলাইনে যে সমস্ত জিনিস বেশি সার্চ করেন, সেগুলোই আপনার কাছে বিজ্ঞাপন আকারে ফিরে ফিরে আসে। অর্থাৎ গুগল খুব ভালো ভাবেই আপনার পছন্দ বুঝতে পারে। আপাত দৃষ্টিতে বিষয়টা বেশ ভালো মনে হলেও আপনার তথ্য কিন্তু এর মাধ্যমেও ফাঁস হতে পারে। তাই পার্সোনালাইজড অ্যাড বন্ধ করে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। ফোনের সেটিংস থেকে গুগলে গিয়ে অ্যাডস অপশন থেকে অপট আউট অফ অ্যাডস পার্সোনালাইজেশন ক্লিক করুন।

২. অনেকে স্মার্টফোনের স্ক্রিন লক থাকলেও ভেসে ওঠে গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত কিছু নোটিফিকেশন। সেখান থেকেও হ্যাকাররা হাতিয়ে নিতে পারে গোপনীয় বা প্রয়োজনীয় তথ্য। তাই লক স্ক্রিনকে তালাবন্দিই রাখুন। সেটিংস থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অপশনে যান। সেখান থেকে সেনসেটিভ নোটিফিকেশন অফ রাখুন।

৩. এমন অনেক অ্যাপ রয়েছে যা ইনস্টল হওয়ার সাথে সাথে হোম স্ক্রিনে শর্টকাট হিসেবে যুক্ত হয়ে যায়। সমস্ত অ্যাপকে হোম স্ক্রিনে জায়গা না দেয়াই ভালো। তাই হোম স্ক্রিন সেটিংস অ্যাড আইকন অপশনটিকে অফ করে দিন।

৪. গুগল প্লে স্টোরে চেনা-অচেনা বহু অ্যাপ থাকে। যা ডাউনলোড করার আগে আপনার অনুমতি চায়। সবসময় সব ধরনের থার্ড পার্টি অ্যাপকে পারমিশন দেবেন না। অ্যাপ অ্যান্ড নোটিফিকেশনে গেলেই পারমিশন অফ করে রাখতে পারবেন।

৫. যেকোনো ওয়াই-ফাই কিংবা ব্লু টুথের সঙ্গে স্মার্টফোন কানেক্ট করবেন না। এতে ফোনেও যেমন একাধিক সমস্যা হতে পারে তেমন তথ্যর গোপনীয়তাও নষ্টের আশঙ্কা তৈরি হয়। তাই বদলে ফেলুন ওয়াই-ফাই ও ব্লু টুথ সেটিং।
সূত্র : সংবাদ প্রতিদিন

যেভাবে ইনস্টাগ্রামের ছবি সেইভ করবেন

অনেক সময় ইনস্টাগ্রামে ছবি দিয়ে গ্যালারি থেকে অরিজিনাল কপিটি আমরা মুছে ফেলি। পরে কোনো কারণে ছবিটি ফেইসবুকে দেওয়ার প্রয়োজন হলে ইনস্টাগ্রাম থেকে আর সহজে ডাউনলোড করা যায় না। ডাউনলোড করলেও দেখা যায় পুরো পেইজসহ ডাউনলোড হয়েছে।

এ সমস্যা এড়িয়ে ইনস্টাগ্রামের ছবি ফোনে কিভাবে সেইভ করা যাবে তা নিয়েই থাকছে এবারের টিপস। সেইভের উপায়আপলোড করা ছবি সেইভের ক্ষেত্রে প্রথমে ইনস্টাগ্রামের প্রোফাইলে যেতে হবে।প্রোফাইল আসলে সর্ব ডানে থাকা হ্যামবার্গার মেনুতে ক্লিক করতে হবে।

নতুন পেইজ আসলে একদম নিচে ‘Settings’ অপশন পাওয়া যাবে।এতে ক্লিক করলে ‘Account’ অপশন আসবে। সেখান থেকে ‘Original Posts’ এ ক্লিক করতে হবে। আইফোনের ক্ষেত্রে অপশনটির নাম হবে ‘Original Photos’।

নতুন পেইজে ‘Save Original Posts’ অপশনটি দেখা যাবে। এর পাশে থাকা টগল বাটনটি অন করলে ইনস্টাগ্রামে আপলোড করা সব ছবি স্বয়ংক্রিয়ভাবে ফোনের গ্যালারিতে সেইভ হবে।আগে থেকেই যদি টগল বাটনটি অন থাকে তবে এই নিয়ম অনুসরণের প্রয়োজন নেই। ফোনের গ্যালারিতে গিয়ে ‘Albums’ এ ক্লিক করলেই ‘Instagram Pictures’ অপশনটি পাওয়া যাবে।অন্যদের ছবি সেইভ করার উপায়ইনস্টাগ্রামের যে ছবি সেইভ করতে চান সেটার ডান দিকে থাকা বুকমার্ক আইকনে ক্লিক করতে হবে। সেইভ হয়েছে কিনা তা দেখতে নিজের প্রোফাইলে যেতে হবে।

এরপর হ্যামবার্গার মেনুতে গিয়ে ‘Saved’ অপশনটিতে ক্লিক করতে হবে। নতুন পেইজ এলে সেইভ হওয়া ছবিগুলো দেখা যাবে।

সূত্র: ইন্ডিয়ান টাইমস


 

ko cuce /div>

দৈনিক নয়াদিগন্তের মাসিক প্রকাশনা

সম্পাদক: আলমগীর মহিউদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক: সালাহউদ্দিন বাবর
বার্তা সম্পাদক: মাসুমুর রহমান খলিলী


Email: online@dailynayadiganta.com

যোগাযোগ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।  ফোন: ৫৭১৬৫২৬১-৯

Follow Us